শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সুরক্ষাসামগ্রী বিতরণ

68

শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ চট্টগ্রামের উদ্যোগে প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধের জন্য গত ২৭ এপ্রিল, সোমবার চট্টগ্রামের সিভিল সার্জন ফজলে রাব্বীর হাতে করোনা সুরক্ষা সামগ্রী হস্তান্তর করা হয়। এসময় উপস্থিত ছিলেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ চট্টগ্রাম জেলার আহব্বায়ক আব্দুল্লাহ আল মামুন নিশাদ, বিএমএ’র কেন্দ্রীয় সদস্য ডা. ফয়সাল কবির রজার্স, হাসান রুবেল, আব্দুল কাদের রুবেল সহ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। এই সময় সিভিল সার্জন ফজলে রাব্বী “করোনা ভাইরাস” প্রতিরোধে শেখ রাসেল শিশু কিশোর পরিষদের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং সার্বিক সহযোগিতা করায় সংগঠনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। করোনা সুরক্ষা সামগ্রী প্রদানের সময় সংগঠনের আহব্বায়ক আব্দুল্লাহ আল মামুন নিশাদ বলেন, “জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে হৃদয়ে ধারণ করে এবং গণতন্ত্রের মানসকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ও সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি রাকিবুর রহমান, মহাসচিব মাহমুদুস সামাদ চৌধুরী ও সাংগঠনিক সচিব কে.এম. শহীদুল্লাহর প্রত্যেক্ষ তত্ত্বাবধানে দেশ ও জাতির ক্রান্তিলগ্নে মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ চট্টগ্রামের কর্মীরা ভ্যানগার্ড হিসেবে নিজেদের দায়িত্ব পালনে সর্বদা নিয়োজিত থাকবে। পরে সংগঠনের নেতাকর্মীরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের এবং করোনা রোগীদের জন্য সংরক্ষিত ফৌজদার হাট হাসপাতালে কতব্যরত ডাক্তার, নার্স ও স্বাস্থ্য কর্মীদের মধ্যে করোনা সুরক্ষা সামগ্রী প্রদান করেন। বিজ্ঞপ্তি