শেখ রাসেল পার্কের ক্যাবল কারের পরিধি আরও বাড়ানো হবে : তথ্যমন্ত্রী

33

ক্যাবল কার এক সময় দেশের মানুষের স্বপ্ন ছিল। সে ক্যাবলকার এখন শেখ রাসেল এভিয়ারি পার্কে স্থাপন হয়েছে। বিনোদন প্রেমীদের এটি বাড়তি আনন্দ দিচ্ছ্।ে দেশের দুর দুরান্ত থেকে এখানে ক্যাবল কারে চড়ার জন্য মানুষ ছুটে আসছে। এ কারণে রাঙ্গুনিয়া হয়েছে সমাদৃত। সব কিছু বিবেচনা করে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় শেখ রাসেল এভিয়ারি পার্কের ক্যাবল কারের পরিধি আরও দুই কিলোমিটার বাড়ানো হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি। এছাড়া পর্যটকদের নিরাপত্তায় পার্কে একটি পুলিশ ফাঁড়িও স্থাপন করা হবে বলে তিনি জানান। গত ২৫ জানুয়ারি রাঙ্গুনিয়ার শেখ রাসেল এভিয়ারি পার্ক পরিদর্শনকালে তিনি এই তথ্য জানান। এদিন তিনি দেশের বৃহত্তম দুই কিলোমিটার দীর্ঘ ক্যাবল কারে চড়েন এবং পার্কের বিভিন্ন দিক ঘুরে দেখেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান, চট্টগ্রাম বনরক্ষক জগলুল হোসেন, বিভাগীয় বন কর্মকর্তা মোজাম্মেল হক শাহ, উপজেলা রেঞ্জ কর্মকর্তা প্রহলাদ চন্দ্র রায় প্রমুখ।