শেখ ফজিলাতুন্নেচ্ছা মুজিব স্মৃতি পরিষদের সভা

73

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেচ্ছা মুজিব স্মৃতি পরিষদ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেচ্ছা মুজিবের ৮৯ তম জন্মবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে গত ৮ আগষ্ট বৃহস্পতিবার সকাল ১০ টায় আগ্রাবাদস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরিষদের সভাপতি আশীষ নন্দীর সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন, পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এহছানুল আজিম লিটন। তিনি বলেন, বঙ্গমাতার জন্ম না হলে পৃথিবীর বুকে বাংলাদেশ মানচিত্রে স্থান পেতোনা। বাংলাদেশ শেখ মুজিব পেত কিন্তু বঙ্গবন্ধু পেত না। পেতো না বিশ্ব মানবতার “মা” প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গমাতা মানে বঙ্গবন্ধু, শেখ হাসিনা ও বাংলাদেশ। আলোচনায় অংশগ্রহণ করেন পরিষদের সহ-সভাপতি মো. জসিম উদ্দিন, আলহাজ্ব শহীদ উদ্দিন, মাহাবুবুর রহমান, ডা. আবু হানিফ, সোহরায়ার্দী প্রমূখ। সভায় বঙ্গমাতার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মুনাজাত করা হয়। বিজ্ঞপ্তি