শূন্যতা

73

‘আবার আসব’ যাওয়ার আগে বলে..
তুমি শেষবার আমার দিকে ফিরে তাকালে
আমার ভালোবাসার মৃত্যু হোলো।

এর আগে যতবার বলেছো, উষ্ণতার ওমে গলেছি
তোমার আকুতি ভরা চোখে ডুবেছি,
বেহিসাবি আবেগ বুক থেকে বুকে ছড়িয়েছে…
আবছায়া ঘরে আলো আঁধারির খেলা দেখে
বাকি রাত টুকু পাশাপাশি কাটিয়েছি।

তুমি হয়তো দূরত্বকে নিজের মধ্যে…
জমিয়ে রেখেছিলে যাতে সময় মত শূন্যতা দিতে পারো
আর আমি? তোমাকে প্রাণবিন্দু বানিয়ে
অপলক চেয়ে থেকে ভালোবেসে গেছি
ধোঁয়াটে পোশাক খুলে
হৃদয় কে অনবরত নগ্ন করেছি।

যদি আর কোনদিন আমার কাছে ফিরে আসো
আমার মতই শূন্যতায় ভেসো।