শুরু হচ্ছে শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগও!

29

১৩তম আসর মাঠে গড়াতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল)। বাংলাদেশেও নিয়মিত হচ্ছে বিপিএল, পাকিস্তানও পিছিয়ে নেই। টেস্ট খেলুড়ে দেশগুলোই শুধু নয়, কানাডার মতো দেশেও ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ হচ্ছে নিয়মিত। এদিক থেকে পিছিয়ে পড়েছে শ্রীলঙ্কা। উপমহাদেশের দেশগুলো যেখানে ফ্র্যাঞ্চাইজি লিগের দিকে ঝুঁকেছে দারুণভাবে, সেখানে গত আট বছর ধরে বন্ধ শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগ (এসএলপিএল)।
তবে নতুন করে আবারও শুরু হতে যাচ্ছে লঙ্কান প্রিমিয়ার লিগ। আগামী ২৮ আগস্ট থেকে পাঁচ দল নিয়ে শুরু হতে যাচ্ছে আসর। এবারের আসরে অংশ নেয়ার জন্য ৭০ জন বিদেশী ক্রিকেটার ও ১০ জন বিদেশী কোচ। পাঁচ দলের নামগুলো দেয়া হবে দেশটির পাঁচ শহরের নামে। মোট ২৩ ম্যাচের এই আসরের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে চারটি ভেন্যুতে।