শুধু লেখাপড়া নয়, শিক্ষার্থীদের মননশীলতার চর্চাও করতে হবে

43

শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক মন্ত্রী ডা. আফছারুল আমীন এমপি বলেছেন, দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে হলে আগামী প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত, দক্ষ ও ভালো মানুষ হতে হবে। যে ছেলেটি স্কুলে পড়ে তার সঠিক শিক্ষা নিশ্চিত করতে হবে। মেধাবিকাশের পাশাপাশি মননশীলতার চর্চা নিশ্চিত করতে হবে। শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা শিক্ষা দিবেন, কিন্তু ভাল মানুষ গড়ারও চেষ্টা করবেন। ছাত্ররা যেন আত্মকেন্দ্রিকতা থেকে বেড়িয়ে আসার সুযোগ পায়। সমাজে আলোকিত মানুষ হিসেবে সন্তানদের গড়ে তুলতে হবে। আপনারা বিদ্যালয়ের শিক্ষার মান বাড়াবেন। তাহলে কয়েকটি ভালো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিযুদ্ধ হবে না। তিনি গত ৬ এপ্রিল শনিবার সকালে নগরীর হালিশহর হাউজিং এস্টেট উচ্চ বিদ্যালয়ের ৬তলা বিশিষ্ট নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি আবুল কাশেম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শুকলা সাহা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার্ড ড. মো. শাহ আলম, সমাজসেবক আবু তাহের, স্কুল পরিচালনা কমিটির সদস্য শিক্ষানুরাগী লায়ন মো. ইলিয়াছ, শিক্ষানুরাগী সদস্য জাফর আহাম্মদ, আবেদ মুনছুর চৌধুরী, অভিভাবক সদস্য মো. ইব্রাহিম, মো. কামরুজামান, আবদুল হাকিম, সহকারী শিক্ষক আবদুল মতিন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা হুমাইরা আকতার। এছাড়া অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি