শুধুমাত্র মাঙ্গলিক অনুষ্ঠানের মাধ্যমে মেধস আশ্রমে মহালয়া উদযাপন

48

দেবী পক্ষের মহালয়ার অনুষ্ঠান শুধুমাত্র মাঙ্গলিক অনুষ্ঠান, পূজা অর্চনা ও পুষ্পাঞ্জলি প্রদানের মধ্য দিয়ে উদযাপনের সিদ্ধান্ত গ্রহণ করেছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম জেলা শাখা। গতকাল ১৩ সেপ্টেম্বর বিকেল ৫টায় বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশন কার্যালয়ে জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল কুমার পালিতের সভাপতিত্বে উল্লেখিত সিদ্ধান্ত নেওয়া হয়। সভার শুরুতে উপমহাদেশের বরেণ্য রাজনীতিবিদ, ভারতের প্রাক্তন মহামান্য রাষ্ট্রপতি শ্রী প্রণব মুখার্জ্জী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মেজর জেনারেল (অব.) সি.আর দত্ত বীর উত্তম, জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান, প্রাক্তন স্বরাষ্ট্র মন্ত্রী মো: নাসিম, এডভোকেট সাহারা খাতুন, ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো: আব্দুল্লাহ, সাংবাদিক কামাল লোহানী, প্রাক্তন পূজা পরিষদ নেতা মুক্তিযোদ্ধা ধীলন কান্তি ধর, সঙ্গীত বিশারদ মৃণাল ভট্টাচার্য, শ্রীমতি নিরুপমা দত্ত, মিনু প্রভা বিশ্বাস, দীপু চৌধুরী সহ বিরাজমান করোনাকালে যারা প্রয়াত হয়েছেন তাদের সকলের আত্মার সদগতি ও শান্তি কামনা করে নীরবতা পালন করা হয়। শ্রী শ্রী চন্ডীর উৎপত্তিস্থল বোয়ালখালীর কড়েলডেঙ্গাস্থ মেধস আশ্রমে দেবীপক্ষের শুভ উদ্বোধন কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী সীমিত পরিসরে আগামী ১৭ সেপ্টেম্বর বৃহষ্পতিবার অনুষ্ঠিত হবে। এবছর মহালয়া উপলক্ষে বোয়ালখালী কড়লডেঙ্গাস্থ মেধস আশ্রমে পূজার্থীদের যাতায়তের জন্য কোন যানবাহনের ব্যবস্থা করা হবে না। একইভাবে চট্টগ্রাম জেলার আওতাধীন ১৫ উপজেলায় অনুরূপভাবে সীমিত পরিসরে মহালয়া উদযাপনের জন্য জেলা পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে আহব্বান জানানো হয়েছে। আগামী অক্টোবর মাসে অনুষ্ঠিতব্য শারদীয়া দূর্গা পূজায় সকল ধরণের উৎসব পরিহারের মধ্যে দিয়ে আয়োজন করার জন্য পূজা সংগঠন ও পূজার্থীদের প্রতি আহব্বান জানানো হয়। এছাড়াও সকল প্রকার ধর্মীয় অনুষ্ঠানে স্বাস্থ্যবিধি রক্ষা করার জন্য নির্দেশনা প্রদান করা হয়। চট্টগ্রাম জেলা পূজা পরিষদের সাধারণ সম্পাদক অসীম কুমার দেবের পরিচালনায় বর্ধিত সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সদস্য এড. নিতাই প্রসাদ ঘোষ, জেলা পূজা পরিষদের সহ-সভাপতি এড. চন্দন বিশ্বাস, বিপুল কান্তি দত্ত, বিশ্বজিত পালিত, কল্লোল সেন, সুগ্রীব মজুমদার দোলন, অনুপ রক্ষিত, সুভাষ চৌধুরী টাংকু, প্রবীর পাল, বিকাশ মজুমদার, দিলীপ শীল, রিমন মুহুরী, নিউটন সরকার, শৈবাল চক্রবর্তী, রুপক শীল, কাজল শীল, অমিত লালা, রনজিত কুমার শীল, দেবরাজ শীল, সুপায়ন শীল, শুভ শীল, সুবেল দেব, সাবলু দে, কাঞ্চন সাহা প্রমুখ। বিজ্ঞপ্তি