শীত বিছানা

30

শীতের গাড়ি হিমেল হাওয়া
শিশির ছুঁড়ে যায়
হাঁড় কাঁপানো সুঁই ফুটানো
কামড় দিলো গায়।

হিমালয়ের তুষার কণা
আনছে ঝোলায় বাধা
সারা দেশে ছিটিয়ে দেয়
ঘাম কুয়াশা সাদা।

ফোটায় ফোটায় চিকন ধারা
জানলা কাঁচ বেয়ে,
হাজার নদীর ছবি যেন
আঁকে শীতের মেয়ে।

শীত বিছানায় আদর দিয়ে
ঘুম পারিয়ে রাখে
সূর্য উঠে ও দেয়না দেখা
মুখ লুকিয়ে থাকে।