শীতের সকাল

49

শীতের সকাল মিষ্টি রোদে আরাম লাগে বেশ
গ্রীষ্মকালের গরম বুঝি এবার হল শেষ।
ভোর-প্রভাতে হীম কুয়াশায় খেজুর রসের হাঁড়ি
হাঁক দিয়ে যায় রসওয়ালা গাঁয়ের বাড়ি বাড়ি।

রসের হাঁড়ি চুলোয় চড়ে সাথে ভাপা পিঠা
সকল বেলায় খেতে সবার লাগে বেজায় মিঠা।
শীতের সকাল মাঠের পরে ছুটছে চাষী ভাই
ধান কেটেছে, জমি ফাঁকা সবজির চাষ,তাই।

ষড়ঋতুর সোনার দেশে শীতের সকাল বেশ
দিনটি কেটে যায় আরামে রয় মিষ্টি মধুর রেশ।