শীতের আমেজ

37

দেখোনা ঐ ভোরের সকাল
গোমড়ামুখো করে
কুয়াশার সেই চাদরখানা
নীল আকাশে ধরে।

লাজুক ভরা মিষ্টি হাসি
সূয্যিমামা হাসে
কিচির মিচির করছে পাখি
আওয়াজ আশেপাশে।

পাতায় পাতায় ঘাসের ডগায়
ঝিলিক শিশিরকণা,
নবান্নেরই হই হুল্লোড়ে
করছে মানুষজনা।

মাঠে ঘাটে ক্ষেতখামারে
ফসল রাশি রাশি
চোখ জুড়ে যায় মন ভরে যায়
বাংলা মায়ের হাসি।

মৃদু মৃদু হিমেল পরশ
মাখিয়ে দিয়ে গায়
চতুর্দিকে শীতের আমেজ
জানিয়ে দিয়ে যায়।