শিশু বিকাশ কেন্দ্রে ওয়ার্ক ফর স্মাইলের উপহার

58

যুক্তরাজ্যভিত্তিক চ্যারিটি সংস্থা ওয়ার্ক ফর স্মাইল-এর পক্ষে শিশু একাডেমি চট্টগ্রাম-এর পরিচালনায় শিশু বিকাশ কেন্দ্রের শিক্ষার্থীদের মাঝে চিত্রাঙ্কন সামগ্রী ও ফলমূল উপহার দেয়া হয়েছে। নগরীর হিলভিউ আবাসিক এলাকায় অবস্থিত এ কেন্দ্র পরিদর্শনে এসে গতকাল বুধবার এসব উপহার তুলে দেন ওয়ার্ক ফর স্মাইলের চেয়ারম্যান মোহাম্মদ খায়রুজ্জামান ও অতিথিবৃন্দ।
বাংলাদেশ শিশু একাডেমির জেলা শিশু বিষয়ক কর্মকর্তা নারগীস সুলতানার সভাপতিত্বে অতিথিদের সম্মানে শিশু বিকাশ কেন্দ্রের নিবাসী শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। শিক্ষার্থী নাজমুল হুদা রাব্বির সঞ্চালনায় কোরআন তেলাওয়াত এবং জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এরকম শিশু-কিশোরদের নিয়ে দেশ-বিদেশে কাজ করার সুযোগ হয়েছে জানিয়ে ওয়ার্ক ফর স্মাইলের চেয়ারম্যান মোহাম্মদ খায়রুজ্জামান বলেন, ‘তোমাদের মতো এত পরিপূর্ণ শিশু-কিশোর আমি খুব কমই দেখেছি। তোমাদের প্রতিভা রয়েছে। তোমাদের প্রতিভা বিকাশের ক্ষেত্রে যারা কাজ করে যাচ্ছেন তারা তোমাদের অনেক বড় হওয়ার পথে এগিয়ে দিচ্ছেন।’
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা নারগীস সুলতানা বলেন, ‘কোনো শিশুই যেন অভুক্ত না থাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ অঙ্গীকার বাস্তবায়নে আমরা এ শিশু বিকাশ কেন্দ্র পরিচালনায় সবাই একসাথে কাজ করে যাচ্ছি।’ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাংলা টিভি’র চট্টগ্রাম ব্যুরো চিফ চৌধুরী লোকমান, দৈনিক আজাদী’র সাংবাদিক প্রবীর বড়ূয়া, কনকর্ড গ্রæপের উপ-বিপণন ব্যবস্থাপক বিশ^জিৎ ঘোষ, মাহমুদ ইউসুফ ইমাম, শিশু বিকাশ কেন্দ্রের ঠিকাদার আলমগীর হোসেন, শিক্ষিকা নুরুন নাহার, জেসমীন আক্তার, সঙ্গীত প্রশিক্ষক দোলন চক্রবর্তী এবং কেয়ারটেকার মো. আবুল কালাম। বিজ্ঞপ্তি