শিশু বাগ স্কুলের বার্ষিক ক্রীড়ানুষ্ঠান সম্পন্ন

78

রহমতগঞ্জস্থ শিশু বাগ স্কুলের ৫১তম বার্ষিক ক্রীড়ানুষ্ঠান, পুরস্কার বিতরণী ও আলোচনা সভা প্রতিষ্ঠানের পরিচালক শামসুদ্দীন মুহাম্মদ নাসের টিপুর সভাপতিত্বে স্কুল প্রাঙ্গণে গতকাল অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে ক্রীড়ানুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রাম জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাশহুদুল কবীর। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ভাষা সৈনিকদের একজন প্রিন্সিপাল শামসুদ্দিন মুহাম্মদ ইসহাক। তিনি বাংলা কলেজ ও শিশু বাগ স্কুল প্রতিষ্ঠা করে শিক্ষা ব্যবস্থাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছেন। পরবর্তীতে তিনি বাংলা কলেজকে শিশুবাগে রূপান্তর করেছেন। তিনি বলেন প্রিন্সিপাল শামসুদ্দিন মুহাম্মদ ইসহাকের দূরদর্শিতার কারণেই রহমতগঞ্জের মত একটি গুরুত্বপূর্ণ স্থানে এই শিশু বাগ স্কুল প্রতিষ্ঠিত হয়েছে।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আবুল হাসান, ২১ নং জামাল খান ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপকমিটির সহ-সম্পাদক এম এ হান্নান ও মুক্তিযোদ্ধা অজিত দাশ গুপ্ত। স্বাগত ভাষণ দেন স্কুলের প্রধান শিক্ষিকা মুসাররাত জাহান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন স্কুলের শিক্ষিকা নুজহাত চৌধুরী রীমা, ধন্যবাদ জ্ঞাপন করেন সহকারি প্রধান শিক্ষিকা নুসরাত জাহান। অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আহমেদ ফয়সাল, ক্রীড়া পরিচালনা করেন ক্রীড়া শিক্ষক আরিফুল ইসলাম, ইমতিয়াজ হোসাইন খান ও জাহিদুল ইসলাম। অনুষ্ঠানে অতিথিদের ক্রেস্ট দিয়ে বরণ করে নেয়া হয় এবং পরে অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। বিজ্ঞপ্তি