শিশু একাডেমির মৌসুমী প্রতিযোগিতা ৪ সেপ্টেম্বর শুরু

142

বাংলাদেশ শিশু একাডেমির উদ্যোগে সারা দেশে উপজেলা ও থানা পর্যায়ে মৌসুমি প্রতিযোগিতা আগামী ৪ সেপ্টেম্বর বুধবার থেকে শুরু হতে যাচ্ছে। চট্টগ্রাম জেলা শিশু একাডেমিতে জেলা ও বিভাগীয় পর্যায়ের প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে। আগামী ৪ থেকে ৫ সেপ্টেম্বর উপজেলা ও থানা পর্যায়ে, ৭ থেকে ৮ সেপ্টেম্বর জেলা পর্যায়ে, ১০ থেকে ১১ সেপ্টেম্বর সকল বিভাগীয় পর্যায়ে ও ১৪ থেকে ১৫ সেপ্টেম্বর জাতীয় পর্যায়ে মৌসুমী প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ১৬ সেপ্টেম্বর ঢাকাস্থ বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। সকল পর্যায়ের বিষয় সমূহের মধ্যে রয়েছে- জ্ঞান জিজ্ঞাসা, উপস্থিত বিতর্ক, দেশাত্মবোধক জারি গান, দলীয় লোকনৃত্য, দেয়ালিকা ও দলীয় অভিনয়। চট্টগ্রাম জেলার আওতাধীন ১৫টি উপজেলা ও মেট্রোপলিটন এলাকার ১২টি থানায় প্রতিযোগিতাগুলো অনুষ্ঠিত হবে। এতে অংশ নিতে আগ্রহীদেরকে নিজ নিজ উপজেলা নির্বাহী অফিসার বা উপজেলা ও থানা শিক্ষা অফিসারের সাথে ও মেট্রোপলিটন এলাকার প্রতিযোগীদের সংশ্লিষ্ট থানা শিক্ষা অফিসার অথবা স্কুল প্রধানের সাথে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। মহানগরীর কোতোয়ালী ও কর্ণফুলী থানা এলাকার প্রতিযোগীরা সরকারি মুসলিম হাই স্কুলের প্রধান শিক্ষক, ডবলমুরিং ও হালিশহর থানা এলাকার প্রতিযোগীরা সরকারি কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক, পাঁচলাইশ ও বায়েজিদ বোস্তামী থানা এলাকার প্রতিযোগীরা চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, চান্দগাঁও ও বাকলিয়া থানার প্রতিযোগীরা বাকলিয়া সরকারি স্কুলের প্রধান শিক্ষক, পাহাড়তলী ও খুলশী থানা এলাকার প্রতিযোগীরা পাহাড়তলী সরকারি রেলওয়ে উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং বন্দর ও পতেঙ্গা থানা এলাকার প্রতিযোগীরা বেগমজান হাই স্কুলের প্রধান শিক্ষকের সাথে প্রতিযোগীতার বিষয়ে যোগাযোগ করতে পারবে। বিস্তারিত তথ্যের জন্য শিশু একাডেমি চট্টগ্রাম কার্যালয়ে যোগাযোগ করা যেতে পারে। বিজ্ঞপ্তি