শিশুশ্রম বিষয়ক গোলটেবিল বৈঠক

31

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আর্থিক সহযোগীতায়, বেসরকারী উন্নয়ন সংস্থা অপরাজেয় বাংলাদেশ ও ব্রাইট বাংলাদেশ ফোরাম এর বাস্তবায়নে শ্রমজীবী শিশুদের ক্ষমতায়ন প্রকল্পের উদ্যোগে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সহযোগীতায় প্রশাসনের কনফারেন্স হলে সম্প্রতি ”শিশুশ্রম নিরসনে আমাদের করনীয়: চট্টগ্রাম প্রেক্ষিত শীর্ষক গোল টেবিল বৈঠক” অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আগস্টিন প্রভাঞ্জন হীরা, এপিসি ম্যানেজার, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। প্রধান অতিথির আসন অলংকৃত করেন শংকর রঞ্জন সাহা, বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত), চট্টগ্রাম। বিশেষ অতিথি ছিলেন, নুরুল আলম নিজামী, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন), দীপক চক্রবর্ত্তী, পরিচালক, স্থানীয় সরকার, মোহাম্মাদ সামশুদ্দোহা, প্রধান নির্বাহী, চট্টগ্রাম সিটি কর্পোরেশন।
বক্তব্য দেন, শ্যামল ফ্রান্সিস রোজারিও। ব্রাইট বাংলাদেশ ফোরামের প্রধান নির্বাহী উৎপল বড়ুয়ার সঞ্চালনায় উন্মুক্ত আলোচনায় মতামত ব্যক্ত করেন, মো. আব্দুল হাই খান, ডিআইজি, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, মোহাম্মদ সাইদুল আরীফ, পরিচালক, সমাজসেবা অধিদপ্তর, চট্টগ্রাম, তাহমিনা আক্তার, সহকারী কমিশনার, ডা. মো. শহিদুল ইসলাম, সহকারী পরিচালক, স্বাস্থ্য অধিদপ্তর, চট্টগ্রাম, তাপস কুমার পাল, বিভাগীয় শিক্ষা কর্মকর্তা, উসমান সরওয়ার আলম, সহকারী পরিচালক, বিআরটিএ, মুস্তফা রহমান, সহকারী পরিচালক, অপরাজেয়-বাংলাদেশ, ইয়াসমিন পারভীন, বিভাগীয় প্রতিনিধি, শিশু অধিকার ফোরাম, মো. শফর আলী, যুগ্ম সম্পাদক, জাতীয় শ্রমিকলীগ, এছাড়াও ইপসার সহকারী পরিচালক মো: শহিদুল, ঘাসফুলের প্রোগ্রাম ম্যানেজার সিরাজুল ইসলাম, জেলা টেম্পু শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক দিলিপ সরকার, শ্রমজীবী কিশোর আবু বক্কর ও অভিভাবক মিনারা বেগম মতামত ব্যক্ত করেন। বিজ্ঞপ্তি