শিশুদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে

42

আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ, তাই তাদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। আনন্দময় জীবন যাতে তারা উপভোগ করতে পারে তা নিশ্চিত করতে হবে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে। শিশুদের প্রকৃতি ও জীবনবোধ সম্পর্কে সম্যক ধারণা দিতে হবে যাতে তারা সব বিষয়ে নিজেদের মধ্যে একটি আনন্দময় পরিবেশে বড় হয়ে উঠতে পারে। গত ৭ ফেব্রূয়ারি সঙ্গীত পরিষদ অঙ্গনে দু’দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। মেজর জেনারেল (অব.) আবদুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামস্থ আলিয়ঁন্স ফ্রঁন্সেস এর পরিচালক ড. সেলবাম থোরেজ। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সরকারী চারুকলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর রীতা দত্ত ও ফ্রান্স থেকে আগত শিল্পী মটিন রক্সিন। এতে আরো বক্তব্য রাখেন সাইফুর রহমান চৌধুরী। বক্তাগণ বলেন, শিশুরাই দেশ গড়ার কান্ডারী, তারাই সোনালী প্রজন্ম। এদের হাত ধরেই দেশ ও জাতি সামনে এগিয়ে যাবে সাফল্যের স্বর্ণ শিকড়ে। যত অন্যায়, অসংগতি, দূর্নীতি, অপসংস্কৃতি, অশুভ কালো ছাঁয়া দূর করে দেশকে আলোর ঝর্ণাধারায় সমৃদ্ধির দ্বারপ্রান্তে পৌঁছে দেবে আগামী প্রজন্ম। এনায়েত বাজার মহিলা কলেজ প্রাঙ্গনে আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতায় প্রায় দু’শতাধিক খুদে আঁকিয়ে অংশগ্রহণ করে। এতে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক প্রণব মিত্র চৌধুরী ও চিত্রশিল্পী উত্তম কুমার তালুকদার। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অধ্যাপক দেবাশীষ রুদ্র। প্রত্যেক অংশগ্রহণকারীকে সার্টিফিকেট, ক্রেস্ট ও পুরস্কার দেয়া হয়। অংশগ্রহণকারীদের মধ্যে ক-বিভাগে প্রথম হয়েছে রায়িত চৌধুরী, দ্বিতীয় চিন্ময় দে, তৃতীয় পূর্ণ দে, খ-বিভাগে প্রথম হয়েছে পুঁথি বনিক, দ্বিতীয় আনিকা সাহা, তৃতীয় অশ্মি মহাজন, গ-বিভাগে প্রথম হয়েছে রাফায়াতুল আহমেদ, দ্বিতীয় নদী মোহরের, তৃতীয় অর্পিতা চক্রবর্ত্তী। পুরস্কার বিতরণ শেষে পরিষদের সঙ্গীত বিভাগের ছাত্র-ছাত্রীরা ‘মুক্তির মন্দির সোপান তলে’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনায় ছিলেন পরিষদের শিক্ষক বনানী চক্রবর্ত্তী, প্রমীত বড়ুয়া, বহ্নিশিখা মজুমদার, প্রিয়তী বড়ুয়া, ত্রিদিব বৈদ্য, প্রান্ত আচার্য ও দীপ্ত দত্ত। চিত্রাংকন প্রতিযোগিতার সার্বিক দায়িত্বে ছিলেন পরিষদের শিক্ষক অঞ্জন দাশ, সুখরঞ্জন হালদার, দীপ্তি মজুমদার ও ইসরাত জাহান। বিজ্ঞপ্তি