শিশুদের মনন বিকাশে শিক্ষাবৃত্তি ভূমিকা রাখে

78

শিশুদের মনন বিকাশে শিক্ষাবৃত্তি দীর্ঘমেয়াদি ভূমিকা রাখে। প্রাথমিক শিক্ষাজীবনে যে কোন বৃত্তি শিশুদের উৎসাহ, উদ্দীপনা, উপলব্ধির মাধ্যমে শিক্ষাকে তারা আনন্দঘন মুহূর্ত হিসেবে গ্রহণ করে। তাতে তাদের ভবিষ্যৎ নির্মাণের পথ তাদের অজান্তেই তৈরি হয়ে যায়। আধুনিক শিক্ষা ব্যবস্থায় কিন্ডারগার্টেন প্রতিষ্ঠান শিক্ষার একটি বীজতলা। তার উর্বর ফলনে আজ শিক্ষা অনেকদূর এগিয়ে গেছে। সরকারি সহায়ক প্রতিষ্ঠানগুলো প্রচুর টাকা বিনিয়োগ করেও শিশু শিক্ষার ক্ষেত্রে কিন্ডারগার্টেনের মতো সাফল্য অর্জন করতে পারেনি। শিশুমনে শিক্ষাকে কখনো ভয়ের কারণ না হয় সে দিকে অভিভাবক ও শ্রেণী শিক্ষককে লক্ষ্যে রাখতে হবে। গত ৬ অক্টোবর নগরীর হিলভিউ হাউজিং সোসাইটিস্থ সারমন স্কুল এন্ড কলেজ অডিটরিয়ামে ২০১৮ সালের কিন্ডারগার্টেন এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান অনুষ্ঠানে বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন। ক্যাবের নির্বাহী চেয়ারম্যান অধ্যাপক কামাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সারমন স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. মুহাম্মদ রেজাউল করিম চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন অজিত প্রসাদ চৌধুরী, অ্যাডভোকেট তৌহিদা করিম, অধ্যক্ষ নজরুল ইসলাম, অধ্যক্ষ নবীর উদ্দিন আজাদ, গিয়াস উদ্দিন, শফিক আহমেদ, শাহেদা বেগম প্রমুখ। আলোচনা সভা শেষে বৃত্তিপ্রাপ্ত প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের মাঝে সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়। বিজ্ঞপ্তি