শিশুদের নির্যাতন প্রতিরোধে মমতার কার্যক্রম প্রশসংনীয়

77

শিশুদের শারিরীক, অবমাননাকর শাস্তি, শিশু অধিকার পরিস্থিতি নিয়ে শিক্ষার্থী, শিক্ষার সাথে সংশ্লিষ্ট বিভাগ ও স্টেক হোল্ডারদের সমন্বয়ে জেলা প্রশাসন কার্যালয়ের সম্মেলন কক্ষে গত বৃহস্পতিবার এক ডায়ালগ সেশন অনুষ্ঠিত হয়। সেভ দ্য চিলড্রেন এর সহায়তায় মমতা’র পরিচালনাধীন নির্যাতন থেকে শিশু সুরক্ষা (সিপিভি) প্রকল্পের আয়োজনে উক্ত সেশনে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন। মমতার কার্যকরী পরিষদের সভাপতি বদিউজ্জামান খান ননীর সভাপতিত্বে অনুষ্ঠিত সেশনে সম্মানিত অতিথি ছিলেন চসিক কাউন্সিলর নাজমুল হক ডিউক, চসিক মহিলা কাউন্সিলর আফরোজা কালাম, সমাজ সেবা অধিপ্তরের পরিচালক ফেরদৌস আরা বেগম, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম, আঞ্চলিক তথ্য অফিস চট্টগ্রামের উপ-প্রধান তথ্য অফিসার মোহাম্মদ ওমর ফারুক দেওয়ান, মহিলা বিষয়ক অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক অঞ্জনা ভট্টাচার্য্য, চট্টগ্রামের ডেপুটি সিভিল সার্জন ডা. গোলাম মোহাম্মদ তৈয়ব আলী, প্রাথমিক শিক্ষা চট্টগ্রাম বিভাগের সহকারী পরিচালক রাশেদা বেগম, চট্টগ্রাম জেলা শিশু বিষয়ক কর্মকর্তা নার্গিস সুলতানা, পিটিআই এর সহকারী সুপারিনটেন্টেট নাসিমা আক্তার, সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন কর্মকর্তা পারুমা বেগম, আব্দুর রশীদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবীর প্রমুখ। মমতার প্রধান নির্বাহী রফিক আহমদের সার্বিক তত্ত¡াবধানে সেশনে অভিমত প্রকাশ করেন সাধারণ সম্পাদক মনসুর মাসুদ। এতে স্বাগত বক্তব্য রাখেন মমতার উপ-প্রধান নির্বাহী মো. ফারুক। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী প্রধান নির্বাহী মোহাম্মদ শাহারিয়ার ও মমতার পরিচালকৃবন্দসহ অন্যান্য কর্মকর্তা-কর্মীবৃন্দ। ডায়ালগ সেশনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও সমাজের স্টেকহোল্ডারগন শিক্ষা প্রতিষ্ঠানে ও সমাজে শিশুদের নির্যাতনরোধে সমস্যা, সম্ভাবনা ও শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং এসব ব্যাপারে জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, শিশুদের নির্যাতনরোধে সরকার দৃঢ়ভাবে কাজ করে আসছে এছাড়া প্রশাসনিকভাবে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে পরিদর্শন করে তাদের খোজখবর নেওয়া সহ বিভিন্ন সমস্যা সমাধানে আমরা গুরুত্বারোপ করে থাকি। মমতাকে ধন্যবাদ এ ধরনের সেশন আয়োজনের জন্য। তিনি আরও বলেন, শিশুদের নির্যাতন প্রতিরোধে মমতা’র কার্যক্রম প্রশসংনীয়। বিজ্ঞপ্তি