শিশুকিশোর মেলার সূর্য সেনকে স্মরণ

68

মাস্টারদা সূর্য সেনের ফাঁসি দিবস উপলক্ষে শিশু কিশোর মেলা মুরাদপুর ইউনিটের উদ্যোগে গতকাল শনিবার বিকাল ৪টায় পিলখানা মসজিদ সংলগ্ন এলাকায় ‘গল্পে গল্পে সূর্য সেনকে জানা’ অনুষ্ঠিত হয়। সংগঠক ফারজানা আক্তার সাথীর পরিচালনায় এতে প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন শিশু কিশোর মেলা পাঁচলাইশ থানার প্রধান সংগঠক রাজেশ্বর দাশগুপ্ত। বক্তারা বলেন ‘আজকের অবরুদ্ধ সময়ে মাস্টারদা, প্রীতিলতা, নেতাজি সুভাষচন্দ্র, মতিউর, শহীদ রুমি সহ বড় চরিত্রদের স্মরণ করা অত্যন্ত জরুরি। এই সময়ে শৈশব কৈশোর রক্ষার এবং অপ্রতিরোধ্য তারুণ্য গড়ে তোলার অঙ্গীকার নিয়ে এগিয়ে চলছে শিশু কিশোর মেলা। সামাজিক কাজের পাশাপাশি সামাজিক অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করারও চেষ্টা করছে। বড় মনীষীদের জীবনী স্মরণে পাড়ায় গ্যাং কালচার, মাদকসহ বিভিন্ন অপসংস্কৃতির বিপরীতে সুস্থ ধারা গড়ে তুলতে চায় শিশু কিশোর মেলা। খবর বিজ্ঞপ্তির