শিশিরকণা

25

শিশিরকণা শিশিরকণা
তুমি কি ভাই মুক্তাকণা
মুক্তা ছড়াও ঘাসে,
তোমায় পেয়ে ঝিলিক মেরে
ওই রবিটা হাসে।

মুক্তাদানার কায়া তোমার
শীত সকালের মায়া,
কিরণ পেয়ে যাও পালিয়ে
কোন আকাশে ভায়া?

আবার আসো সন্ধ্যা হলে
কত্তো আকাশ ঘুরে,
তোমায় দেখে আনন্দ হয়
আমার হৃদয়পুরে।