শিল্পী সুহৃদ সংঘের সংবর্ধনা অনুষ্ঠান

44

শিল্পী সুহৃদ সংঘ-বাংলাদেশ এর উদ্যোগে চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটে (টিআইসি) গত ৩১ অক্টোবর সন্ধ্যায় গুণীজন সংবর্ধনা, আলোচনা সভা ও মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠান। সঙ্গীতানুষ্ঠানে অংশ নেয় এক ঝাঁক উদীয়মান তরুণ শিল্পীরা। শিল্পী সুহৃদ সংঘের চেয়ারম্যান লায়ন ইঞ্জিনিয়ার চন্দন দাশের সভাপতিত্বে ও বাচিক শিল্পী দিলরুবা খানমের সঞ্চালনায় ১ম পর্বে আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনার উদ্বোধন করেন চসিক ৩৬নং গোসাইলডাঙ্গা ওয়ার্ড কাউন্সিলর লায়ন হাজী জাহাঙ্গীর আলম চৌধুরী। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের জিএম নিতাই কুমার ভট্টাচার্য। সংগীতে বিশেষ অবদানের জন্য পন্ডিত স্বর্ণময় চক্রবর্তী ও শিল্পী রাজেশ সাহাকে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের কো-চেয়ারম্যান প্রকৌশলী প্রকাশ ঘোষ।
স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের আহবায়ক শিল্পী ঝুলন দত্ত, সদস্য সচিব শিল্পী রানা বড়ুয়া। ২য় পর্বে সংগীত পরিবেশন করেন- নরেন চক্রবর্তী, মিলন ধর, রওশন শরীফ তানি, ফুলকী বড়ুয়া ও তামান্না ইসলাম। উদীয়মান তরুণ শিল্পীদের পরিবেশনা দেখতে বিপুল সংখ্যক দর্শক সমাগম ঘটে। অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রকৃতি ও মানুষের আত্মার সম্পর্ক থেকে সংস্কৃতির বিকাশ হয়। প্রতিটি মানুষের মধ্যে প্রকৃতিগতভাবে একটা শৈল্পীক বৈশিষ্ট্য থাকে। কেউ সেটাকে বিকশিত করতে পারে, কেউ পারে না। তাই মানুষ পৃথিবীর যে প্রান্তে বসবাস করে না কেন সেই জায়গার প্রাকৃতিক বৈশিষ্টকে ধারণ ও চর্চা করেই সংস্কৃতিকে সমৃদ্ধ করে। বিজ্ঞপ্তি