শিল্পী আজিজুল কদিরের ‘বেস্ট পেইন্টিং অ্যাওয়ার্ড’ অর্জন

74

সাংবাদিক রুবেল খানের মেয়ে রাইফাকে নিয়ে চট্টগ্রামের শিল্পী আজিজুল কদিরের সম্প্রতি আকাঁ ‘মানবিকতা’ শিরোনামের শিল্পকর্ম শ্রীলঙ্কার কলম্বোতে আন্তর্জাতিক শিল্পকর্ম প্রতিযোগিতায় ‘বেস্ট পেইন্টিং অ্যাওয়ার্ড ’ অর্জন করে। এটির আয়োজন করেছে বাংলাদেশ ভিত্তিক আন্তর্জাতিক আর্ট গ্রুপ ষড়ং। উক্ত প্রতিযোগিতায় শিল্পী আজিজুল কদিরের আকাঁ ‘মানবিকতা’ শিরোনামের শিল্পকর্মটি সবার দৃষ্টি কেড়েছে। নিজের শিল্পকর্ম নিয়ে শিল্পী আজিজুল কদির বলেন,মানুষ মাত্রই প্রতিক্রিয়া-শীল। “পরিস্থিতি যেমনই হোক না কেন, মানুষ প্রতিক্রিয়া ব্যক্ত করে। তবে একেক জনের প্রতিক্রিয়ার ধরণ ও থাকে আলাদা আলাদা। তেমনি একটা ঘটনা দ্ইু বছর চার মাস বয়সী রাইফা নামের এক কন্যা শিশুর মৃত্যু । চিকিৎসা শাস্ত্রের আধুনিক এই যুগে যার মৃত্যু হয়েছে ডাক্তারদের চরম অবহেলায়, যা পরিজনের মত আমার কাছেও ছিল বড়ই পীড়াদায়ক। আর তাই পরিষ্ফুটিত হয়েছে আমার ক্যানভাসে। আমার হৃদয়ের আর্তি এই মানবিকতাকে ঘিরে। মানবিকতা মানুষ হবার অন্যতম দায়বদ্ধতা। যেখানে আমার দৃষ্টি সরাসরি জীবন ও মৃত্যুর ওপর কেন্দ্রীভূত ”।
উল্লেখ্য, আজিজুল কদির মূলত চারুকলার ছাত্র অর্থাৎ চিত্রশিল্পী। ১৯৯৫ সালে চট্টগ্রাম সরকারী চারুকলা কলেজ থেকে ব্যাচালর অব ফাইন আর্টস ও ২০১২ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ চট্টগ্রাম চারুকলা ইনষ্টিটিউট থেকে এপ্লাইড আর্ট থেকে মাস্টার্স অব ফাইন আর্টস সম্পন্ন করেন। খবর বিজ্ঞপ্তির
এখানে বলা প্রয়োজন চারুকলা কলেজে অধ্যয়ন অবস্থায় বার্ষিক প্রদর্শনীতে ১৯৯২ সালে ডিজাইনে শ্রেষ্ঠ মাধ্যম পুরস্কার অর্জন করেন শিল্পী আজিজুল কদির । শিল্পী বিভিন্ন সময়ে জাতীয় ও আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশগ্রহণ করে আসছেন।
শিল্পী আজিজুল কদির ১৯৯২ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত বসনিয়া ও হার্জেগোভিনায় যে যুদ্ধ সংঘটিত হয়, তাতে সোচ্চার হয়ে ছবি একেঁছিলেন । সেসময় তা প্রদর্শীত হয়েছিল ঢাকায় অনুষ্ঠিত এমেন্যাস্টি ইন্টারন্যাশনাল বাংলাদেশ আয়োজিত এক প্রদর্শনীতে। মেধাবী এই শিল্পী চর্চায় নিবদ্ধ থেকে এই পর্যন্ত দুটি একক প্রদর্শনী করেছেন । যা আয়োজন করে চট্টগ্রাম আলিয়ঁস ফ্রঁসেজ। আকাঁআকিঁর পাশাপাশি শিল্পী আজিজুল কদির সাংবাদিকতাও করেন। তিনি এই পর্যন্ত দৈনিক চট্টগ্রাম মঞ্চ, দৈনিক পূর্বকোণ, ইনডিপেন্ডন্ট টিভিতে কাজ আসছেন। বর্তমানে সুপ্রভাত বাংলাদেশের স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত আছেন।
এবারের ষড়ং গ্রুপের ৩য় আন্তর্জাতিক প্রতিযোগিতা মূলক প্রদর্শনীতে ১০টি দেশ থেকে ৯জন শিল্পীকে বিশেষ পুরষ্কার দেয়া হয়। তারমধ্যে বাংলাদেশের রয়েছে দুজন। উক্ত প্রদর্শনীটি শ্রীলঙ্কার কলম্বোর জে ডি এ প্যারেরা আর্ট গ্যালারীতে অনুষ্ঠিত হচ্ছে। গত ২১ ডিসেম্বর বাংলাদেশ সময় সন্ধ্যা ৬ টায় প্রদশর্নীটি উদ্বোধন করেন, শ্রীলঙ্কস্থ বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ। প্রদর্শনীতে ১০টি দেশের মোট ৯১ জন শিল্পীর ১০৬টি শিল্পকর্ম স্থান পায়। আর দেশগুলো হচ্ছে যথাক্রমে বাংলাদেশ, জাপান, ইন্ডিয়া, নেপাল, মরক্কো, ফ্রান্স, দুবাই, নাইজেরিয়া, কানাডা ও শ্রীলঙ্কা।