শিল্পকলা একাডেমিতে আট শিশুশিল্পীর চিত্রকর্ম প্রদর্শন

43

চট্টগ্রাম শিল্পকলা একাডেমির জয়নুল আর্ট গ্যালারিতে চারুছায়া আর্ট স্কুলের আয়োজনে আটজন শিশুশিল্পীর আঁকা ছবি নিয়ে দুই দিনব্যাপী এক প্রদর্শনী অনুষ্ঠিত হয় গত ২২ ও ২৩ মার্চ। ‘রঙের আকাশ’ শিরোনামের এ প্রদর্শনীতে প্রদর্শিত হয় ১০৪টি চিত্রকর্ম। এ প্রদর্শনী উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইন্সটিটিউটের সহযোগী অধ্যাপক নাসিমা আকতার।
চারুশিল্পী ড. জেসমিন আকতার শিশুদের এ চমৎকার আয়োজনকে সাধুবাদ জানিয়ে বলেন, এ শিশুরা যেন থেমে না যায়। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রফেসর এটিএম সালেহ জহুর, চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক জাহেদুর রহমান, অধ্যাপক মুস্তফা সলিমুল্লাহ, অধ্যাপক ওবায়দুল গণি চৌধুরী, ডা. মহসিন জিল্লুর করিম, আবৃত্তিশিল্পী মিশফাক রাসেলসহ অনেক দর্শনার্থী।
প্রদর্শনীতে যাদের ছবি প্রদর্শিত হয় সেই শিশুশিল্পীরা হলো আহনাফ সুলাইমান, আহবাব সুলাইমান, মো. তকী তাহমিন খান, হাসান ইমরান নাজির ইমু, মোস্তফা কামরান নাজির ওয়াসি, ফাইয়াজ মুহাম্মদ মুহতাদী, মুনতাসীর আলী ও ভাষা। বিজ্ঞপ্তি