শিক্ষা বোর্ড চেয়ারম্যানের সাথে স্বাশিপ নেতৃবৃন্দের মতবিনিময়

39

মুক্তিযুদ্ধের আদর্শ ও চেতনায় বিশ্বাসী এমপিওভূক্ত বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকদের পেশাজীবি সংগঠন স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ), চট্টগ্রাম মহানগরীর নবগঠিত কার্যকরী কমিটির নেতৃবৃন্দ গত ৬ ফেব্রূয়ারি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর প্রদীপ চক্রবর্তীর সাথে মতবিনিময় ও সৌজন্য সাক্ষাতে মিলিত হন। স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ড.আবুল আলা মুহাম্মদ হোছামুদ্দিনের নেতৃত্বে মতবিনিময় ও সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর আব্দুল আলিম, স্বাশিপ চট্টগ্রাম মহানগরীর নবনির্বাচিত সভাপতি উপাধ্যক্ষ মোহাম্মদ রেজাউল করিম ছিদ্দিকী, সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ হারুন অর রশীদ চৌধুরী, সহ-সভাপতি প্রধান শিক্ষক আবু তৈয়ব চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক আবু নাঈম মুহাম্মদ ইব্রাহীম চৌধুরী, অধ্যাপক সোহানা শারমিন তালুকদার, কোষাধ্যক্ষ সিনিয়র শিক্ষক সাদুর রশীদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক প্রধান শিক্ষক মুহাম্মদ মাইমুনর রশীদ, আপ্যায়ন বিষয়ক সম্পাদক অধ্যক্ষ মাহবুবুর রহমান দুর্জয়, ক্রীড়া বিষয়ক সম্পাদক অধ্যাপক মমতাজুল হক, নির্বাহী সদস্য অধ্যাপক আমেনা বেগম, প্রধান শিক্ষক তমিজ উদ্দিন, সিনিয়র শিক্ষক রওশন আরা বেগম, সিনিয়র শিক্ষক মোহাম্মদ আলমগীর, অধ্যাপক আরজিতা রওজাত প্রমুখ। মতবিনিময়কালে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর প্রদীপ চক্রবর্তী বলেন, জাতীয় শিক্ষা ব্যবস্থা এগিয়ে নেওয়ার ক্ষেত্রে শিক্ষক সমাজের আন্তরিক প্রচেষ্টার কোন বিকল্প নেই। আর শিক্ষক সমাজের জীবন উন্নত না হলে পাঠদানের প্রতি শতভাগ মনোনিবেশ কঠিন হয়ে পড়ে। বর্তমান সরকার শিক্ষকদের বেতন ভাতা বৃদ্ধিসহ পর্যায়ক্রমে সকল চাহিদা পূরণে বদ্ধপরিকর। তিনি শিক্ষকদের নিয়মিত প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে আধুনিক ও যুগোপযোগী পদ্ধতিতে পাঠদানের জন্য শিক্ষদের প্রতি আহবান জানান। তিনি স্বাধীনতা শিক্ষক পরিষদ নেতৃবৃন্দদের সার্বিক সহযোগিতা কামনা করেন। বিজ্ঞপ্তি