শিক্ষার শক্তির উপর ভিত্তি করে দেশ ও জীবন গড়তে হবে

36

জাপানের টোকিও হিতোতসুবেসি ইউনিভার্সিটির অধ্যাপক ইউনেকেরা বলেছেন, শিক্ষার শক্তির উপর ভিত্তি করে দেশ ও জীবণ গড়তে হবে। শিক্ষা এমনই এক শক্তি, যে শক্তিতে সবকিছু জয় করা যায়। সকলকে মনে রাখতে হবে শিক্ষাই শক্তি, শিক্ষাই জাতির মেরুদন্ড। জ্ঞান অর্জনের পর সমাজে কিভাবে প্রদান করা হয় তা তিনি বাংলাদেশে এসে দেখেছেন উল্লেখ করে বলেন, এ দেশের শিক্ষা ব্যবস্থার উন্নতিতে এবং পরিবেশ ক্রমাগত এগিয়ে যাচ্ছে। গত শনিবার পটিয়া উপজেরার শান্তিরহাট কুসুমপুরায় স্ট্যান্ডার্ড ব্যাংকের মাননীয় ম্যানেজিং ডিরেক্টর ও সিইও ড. মামুন উর রশিদ উদ্যোগে স্থাপিত প্রিন্সিপাল ফজল আহমেদ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে প্রফেসর ইউনেকেরা স্কলারশিপ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাপানের প্লোবাল এডুকেশনের সিইও মিওয়া কাইটো, জাপানের ই-এডুকেশন মিস আয়াকো, বিশিষ্ট ব্যবসায়ী উদ্যোক্তা ও সমাজসেবী এবং ইউনিকেরা স্কলারশিপ এর স্পন্সর মোহাম্মদ আব্বাস উদ্দীন, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডেডের এসএভিপি ও হেড অব আইটি ইনফ্রাস্ট্রাকচার মোশাররফ হোসেন খান, বাংলাদেশ ই-এডুকেশনের কো. ফাউন্ডার মাহীন মতিন। জাপানের প্লোবাল এডুকেশনের সিইও মিওয়া কাইটো বলেন, শিক্ষাই সবকিছুর শক্তি। শিক্ষা সকলের স্বপ্নকে বাস্তবে পরিনত করতে সহায়তা করে। একটা দেশ ও জাতিকে উন্নত করে শিক্ষা। জাপানের ই-এডুকেশন মিস আয়াকো, বিশিষ্ট ব্যবসায়ী উদ্যোক্তা ও সমাজসেবী এবং ইউনিকেরা স্কলারশিপ এর স্পন্সর মোহাম্মদ আব্বাস উদ্দীন বলেন, নরম মাটিকে যেভাবে ইচ্ছে সেভাবে তৈরি করা যায়। কলস থেকে শুরু করে অনেক কিছুই বানানো যায়। ঠিক একইভাবে শিশুদের পরিবেশ দিন এবং শুরু থেকে সঠিকভাবে গড়ে তুলতে হবে।