শিক্ষার মানোন্নয়নে সিন্দুকছড়ি সেনা জোনের সভা

57

মেধাবীরা গড়বে সোনার বাংলা এ শ্লোগানে শিক্ষার মানোন্নয়ন ও ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা নিয়ে শিক্ষকদের সাথে মতবিনিময় ও আলোচনা সভা করেছে ১৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি সেনা জোন। সকালে জোন অধিনায়ক লে. কর্নেল রুবায়েত মাহমুদ হাসিবের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন গুইমারা উপজেলা চেয়ারম্যান উশ্যেপ্রæ মার্মা, মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান ¤্রাগ্য মার্মা, হাফছড়ি ইউপি চেয়ারম্যান চাইথোয়াই চৌধুরী, গুইমারা সরকারি কলেজের অধ্যক্ষ মো. নাজিম উদ্দীন, গুইমারা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশীল রঞ্জন পাল, হাফছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন, গুইমারা ইসলামিয়া দাখিল মাদ্রার সুপার মাওলানা মো. জায়নুল আবদীন, মানিকছড়ি ইংলিশ স্কুলের অধ্যক্ষ গোলাম রসুল প্রমুখ। বক্তারা শিক্ষার মান উন্নয়নে নানা সমস্যা তুলে ধরে বলেন, শিক্ষকগণ জাতির কারিগর হলেও নানামুখী সমস্যার বেড়াজাল অতিক্রম করতে হয় তাদের। তাই সম্মিলিত প্রচেষ্টায় পাহাড়ের শিক্ষাকে এগিয়ে নিতে সকলকে একযোগে কাজ করার আহবান জানান বক্তারা। অনুষ্ঠানে জোনের সামরিক পদস্থ কর্মকর্তা, জনপ্রতিনিধি, ৩ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।