‘শিক্ষার ব্রতী ছিলেন অনুশ্রী বড়ুয়া’

68

অনুশ্রী বড়ুয়া ছিলেন একজন মহিয়সী নারী। যিনি আমৃত্যু শিক্ষার প্রসারে কাজ করেছেন। ছেলে-মেয়েদের উচ্চশিক্ষায় শিক্ষিত করতে মরিয়া ছিলেন। গত রোববার (৯ জুন) বাঁশখালীর উত্তর জলদী গ্রামের করূণা বড়ুয়ার সহধর্মিনী ও চট্টগ্রাম নগরস্থ সরকারি আশেকানে আউলিয়া ডিগ্রি কলেজের প্রভাষক অসীম বড়ুয়ার মা অনুশ্রী বড়ুয়ার শোকসভা ও অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। এর আগে গত শনিবার (৮ জুন) সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আকষ্মিক মৃত্যুবরণ করেন অনুশ্রী বড়ুয়া। জলদী ধর্মরতœ বিহারের অধ্যক্ষ ধর্মপাল মহাস্থবিরের সভাপতিত্বে ও বাঁশখালী বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক প্রশান্ত কুমার বড়ুয়ার সঞ্চালনায় শোকসভায় বক্তব্য রাখেন রুদুরা বোধিনিকেতন বিহারের অধ্যক্ষ বোধিরতন মহাস্থবির, সদ্ধর্মকথিক এস ধর্মমিত্র থের, রেবত ভিক্ষু, বৈলছড়ি নজিমুন্নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সনজিত বড়ুয়া, শচীন্দ্র লাল বড়ুয়া, সাংবাদিক সুপলাল বড়ুয়া, বাঁশখালী পৌরসভার কর কর্মকর্তা অনু বড়ুয়া বাবু, কীর্তনিয়া সুকুমার বড়ুয়া, অগ্রদূত বড়ুয়া, এস দুকুল বড়ুয়া, স্থপতি প্রভাকরণ বড়ুয়া, সাংবাদিক সুবল বড়ুয়া, এডভোকেট জিকু বড়ুয়া, উপন বড়ুয়া প্রমুখ। সভায় উপস্থিত ছিলেন সুমোহন বড়ুয়া, ক্ষিরোধ বড়ুয়া, জোস্নাময় বড়ুয়া, সুভাষ বড়ুয়া, প্রদীপ বড়ুয়া, মানবেন্দ্র বড়ুয়া, কবি সুপ্রিয় বড়ুয়া, সুইজারল্যান্ড প্রবাসী উজ্জ্বল বড়ুয়া, প্রধান শিক্ষক সমরসেন বড়ুয়া, সাংবাদিক জীবক বড়ুয়া, অধ্যক্ষ অর্পন বড়ুয়া, কীর্তনিয়া উত্তম বড়ুয়া, কীর্তনিয়া দ্বীপায়ন বড়ুয়া, শিল্পী কমল বড়ুয়া, শম্ভু বড়ুয়া, নিরমল বড়ুয়া, রিপুল বড়ুয়া, শিক্ষক প্রণব বড়ুয়া, মাইকেল বড়ুয়া, ক্রীড়া সংগঠক বিটুরাজ বড়ুয়া, পলাশ বড়ুয়া, শিক্ষক বাবলু বড়ুয়া, অভি বড়ুয়া, রনতোষ বড়ুয়া, রূপন বড়ুয়া, রিন্টু বড়ুয়া, রাজু বড়ুয়া, অন্তর বড়ুয়া প্রমুখ। বিজ্ঞপ্তি