শিক্ষার গুণগত মানোয়ন্ননে শিক্ষক শিক্ষার্থীদের করণীয় শীর্ষক প্রশিক্ষণ

59

মাইটভাঙ্গা অনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন নিজেদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রশিক্ষণে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের মোট ৫৬ জন শিক্ষক, শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন। এতে শিক্ষক-শিক্ষার্থীদেরকে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে বিভিন্ন কলাকৌশল প্রয়োগের উপর জোর দেয়া হয়। যেমন-দুর্বল শিক্ষার্থীদের নিরাময়মূলক পাঠদান, দলগত কাজের মাধ্যমে সবার মতামত গ্রহণ, একক কাজ দিয়ে ব্যক্তিগত মত যাচাই, প্রতিদিন প্রতি শিশুকে অন্ততঃ একটি করে ইংরেজী শব্দ শিখিয়ে ইংরেজী ভীতি দূর করে সহজীকরণ, গণিতে দক্ষতা বৃদ্ধির জন্য নামতাগুলো মুখস্থকরণ, প্রাথমিক চারনিয়ম বেশী বেশী শেখানো, সর্বোপরি উপকরণসহ পাঠদান নিশ্চিত করতে অনুরোধ করা হয়। আসন্ন ১৭ নভেম্বর পিএস.সি.পরীক্ষায় ভাল/অত্যাধিক ভাল ফলাফল অর্জনের জন্য শুক্রবারসহ অন্যান্য বন্ধের দিনও ৫ম শ্রেণীর শিক্ষার্থীদেরকে পাঠদান অব্যাহত রাখার জন্য এই প্রশিক্ষনে অনুরোধ জানানো হয়। পি.এস.সি/১৯ গণিত পরীক্ষার আগে ২দিন বন্ধ থাকায় উক্ত ২ দিনও পরীক্ষার্থীদেরকে বিদ্যালয়ে গণিত পাঠদান করার জন্য অনুরোধ করা হয়েছে। বিশেষ করে ২২ নভেম্বর শুক্রবার দিন স›দ্বীপের ১৫০ টি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে গণিত পাঠদান করে একটি অনন্ন নজীর সৃষ্টি করার বিষয়টিও উল্লেখ করা হয় এবং শনিবার যেহেতু বিদ্যালয় খোলা সুতরাং ঐদিনও ৫ম শ্রেণীর শিক্ষার্থীদেরকে বিদ্যালয়ে গণিত পাঠদান করার জন্য অনুরোধ করা হয়েছে। এমনকি কেন্দ্রের স্কুলেও পরীক্ষা চলাকালীন সময়ে বন্ধের দিনেও পাঠদান যথাসম্ভব চালিয়ে নিতে অনুরোধ করা হয়েছে ।