‘শিক্ষার্থীদের হাত ধরে গড়ে উঠবে সমৃদ্ধ প্রজন্ম’

71

সাতকানিয়া : সাতকানিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মোতালেব সিআইপি বলেছেন, বিনামূল্যে বই বিতরণ আওয়ামী লীগ সরকারের বিভিন্ন অর্জনের মধ্য অন্যতম। কেবলমাত্র বই বিতরণ নয়, বর্তমান সরকার শিক্ষা প্রতিষ্ঠানের জন্য প্রত্যন্ত অঞ্চলেও অবকাঠামো উন্নয়ন, মিড ডে মিল সহ বিশেষ বরাদ্দ প্রদান করেছে। এই শিক্ষার্থীদের হাত ধরে গড়ে উঠবে সমৃদ্ধ প্রজন্ম।
তিনি গতকাল সাতকানিয়ার চিব্বাড়ী প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ কেউচিয়া প্রাথমিক বিদ্যালয়, পুরানগড় শাহ সরফুদ্দিন উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বই উৎসবে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশীষ চিরান, মাস্টার মো. ইউনুচ, নাসিমুল করিম শিকদার, নিজাম উদ্দিন, পুরানগড় ইউনিয়নের চেয়ারম্যান মাহবুব শিকদার, আতাউল চৌধুরী, আবু মোবারক জাহাঙ্গীর, প্রধান শিক্ষক স্বপন কুমার দে, প্রধান শিক্ষিকা মনিকা সেন, তাহমিনা আক্তার, রওশন আরা বেগম প্রমুখ।
বাঁশখালী : বাঁশখালীর চাঁদপুর সিনিয়র মাদ্রাসায় বই বিতরণ অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভা মাদ্রাসা মিলনায়তনে অধ্যক্ষ মো. হাফেজ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি, দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম সম্পাদক মো. খোরশেদ আলম। বক্তব্য দেন মাদ্রাসা পরিচালনা পরিষদের সদস্য নুরুল হোসেন লিটু, সৈয়দুল হক, মাদরাসার শিক্ষক মাওলানা ইবরাহীম রহমানী, মাওলানা মহিউদ্দীন, মাস্টার আহমদ কবির, মাস্টার নুপুর কান্তি দাশ, জানেউল আলম, ডা. কলিম উদ্দীন প্রমুখ। প্রধান অতিথি সরকার প্রদত্ত বিনামূল্যের বই মাদ্রাসার বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের মাঝে বিতরণ করেন।
পশ্চিম পটিয়া : পশ্চিম পটিয়ার কর্ণফুলী উপজেলার বড়উঠান মৌলভী বাড়িস্থ বড়উঠান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব পালিত হয়। এ উপলক্ষে অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে উৎসব উদ্বোধন করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কুতুব উদ্দিন আহমেদ খান। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয় পরিচালনা কমিটির সচিব কুমকুম দাশ। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি ছিলেন কর্ণফুলী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মিজবাহ উদ্দিন খান ও বড়উঠান ইউপি মেম্বার সাজ্জাদ খান সুমন। বক্তব্য দেন স্কুল শিক্ষক মঈনুল হোসেন সেলিম, মিতা পোদ্দার, জোহরা বেগম, মমতাজ বেগম, ফারজানা খানম প্রমুখ।
পূর্ব পাঁচরিয়া : পূর্ব পাঁচরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নতুন বছরের প্রথম দিন নতুন বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সমাজসেবক ও মুক্তিযোদ্ধা, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. ইউসুফ। প্রধান অতিথির বক্তব্য দেন পটিয়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হুইপ সামশুল হক চৌধুরী, হাবিলাসদ্বীপ ইউনিয়ন উন্নয়ন সমন্বয়কারী আবু ছালেহ চৌধুরী। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিদুওয়ানুল জান্নাত। বক্তব্য দেন পূর্ব পাঁচরিয়া সমাজ পরিচালনা কমিটির সভাপতি মো. আবু ছিদ্দিক, হাবিলাসদ্বীপ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মৃদুল কান্তি নন্দী, সাধারণ সম্পাদক নুরুল আবছার চৌধুরী, মেম্বার মো. নুরুল হক, যুবলীগ নেতা আজগর আলী বাহাদুর, আলমগীর চৌধুরী, দিদারুল ইসলাম, রুমা আকতার, এয়াকুব আলী, মেম্বার মো. মোর্শেদ, মো. ফরিদ উদ্দিন, বেলাল হোসেন ও মিল্লাত হোসেন প্রমুখ। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন শিক্ষক বন্দনা দে।
আনোয়ারা বটতলী মাদরাসা : আনোয়ারা উপজেলাধীন বটতলী শাহ্ মোহছেন আউলিয়া (রহঃ) এয়াকুবিয়া দাখিল মাদরাসার উদ্যেগে বই উৎসব ও সভা গত ১ জানুয়ারি মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মাদরাসা পরিচালানা পরিষদের সভাপতি অ্যাড. সালাহ্িদ্দন আহমদ চৌধুরী লিপু।
মাদরাসা সুপার মাওলানা মো. হাশেমের রশিদ এর সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক ওমর ফারুক বাবু’র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মাদরাসা পরিচালনা পরিষদের দাতা সদস্য নিজাম উদ্দিন আহমদ চৌধুরী আজাদ, শিক্ষানুরাগী সদস্য অধ্যাপক ইমতিয়াজ উদ্দিন আহমদ চৌধুরী জুয়েল, মাদরাসা পরিচালানা পরিষদের অভিভাবক সদস্য যথাক্রমে মো. তৈয়ব, সিরাজুল ইসলাম, আবদল গফুর ও হাবিবুর রহমান।
বক্তব্য দেন সহ-সুপার মাওলানা মো. ইলিয়াছ, সিনিয়র শিক্ষক মো. আজম উদ্দিন নুরী, মাওলানা মো. মুসলিম উদ্দিন, বদিউল আলম চৌধুরী, মো. হেফজুর রহমান, মাওলানা ওসমান গণি, মাওলানা খুরশীদ আহমদ, মাওলানা মো. বাহার, শিক্ষিকা জেসমিন আক্তার, শাহিদা বেগম ও মিসকাতুন নেছা প্রমুখ। সভা শেষে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি