শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হলে সঠিক ইতিহাস জানতে হবে

12

হাটহাজারী প্রতিনিধি

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের আবুল খায়ের (এ. কে) সিদ্দিকী আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্ণার ও লাইব্রেরি উদ্বোধন করা হয়েছে। গত ২০ আগস্ট দুপুরে উক্ত স্কুলে ‘হৃদয়ে বঙ্গবন্ধু, জ্ঞান বিকাশে পাঠাগার’ নামে এই বঙ্গবন্ধু কর্ণার ও লাইব্রেরি’র উদ্বোধন করেন বিদ্যালয় পরিচালনার পরিষদ সভাপতি, চট্টগ্রাম জেলা পরিষদ প্রশাসক ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি এম এ সালাম। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য আবু মুছা খাঁন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এম এ সালাম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হলে সঠিক ইতিহাস জানতে হবে। যে জাতি ইতিহাস জানে না; সে জাতির ভবিষ্যৎ বড়ই অন্ধকার। তাই, শিক্ষার্থীদের প্রকৃত দেশপ্রেমিক হিসেবে দেশের কল্যাণে কাজ করতে হবে। পাশাপাশি জাতির পিতার আদর্শ চিত্তে ধারণ করতে হবে।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক রত্না রাণী চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম রাশেদুল আলম ও শিকারপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আব্দুল খালেক। এতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম। এছাড়া আরও বক্তব্য রাখেন পরিচালনা পরিষদের সদস্য সেলিম খাঁন।