শিক্ষার্থীদের সঠিকভাবে গড়ে তোলতে মা’দের বিকল্প নেই

43

শিক্ষার্থীদের মানসম্মত যুগপযোগী ও সঠিকভাবে গড়ে তোলতে হলে মা’দের ভূমিকার কোনো বিকল্প নেই। মায়েরা ইচ্ছে করলে তার সন্তানদের সু-নাগরিক হিসেবে গড়ে তোলতে পারে। গত বৃহস্পতিবার উপজেলা মিলনায়তনে আয়োজিত মানসম্মত প্রাথমিক শিক্ষার প্রয়োজনীয়তা ও গুরুত্ব সম্পর্কে সচেতন করার উদ্দেশ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াছ হোসেন উপরোক্ত কথা বলেন। তিনি আরো বলেন, সন্তানের ভাল ফলের পেছনে না ছুটে তাকে নৈতিকতা সম্পর্ন মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। সন্তান জিপিএ কত পেলো, পরীক্ষায় কত ভালো ফল করলো এসব দেখবেন না, অল্প বয়স থেকেই প্রতিটি শিশুকে নৈতিকতা শিক্ষা দিতে হবে। সীতাকুন্ডে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও স্কুল পোশাক বিতরণ, শিক্ষা প্রতিষ্ঠানকে বাদ্যযন্ত্র প্রদান, মেধাবী শিক্ষর্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়ের সভাপতিত্বে ও সমাজ সেবা কর্মকর্তা লুৎফুরনেছা বেগমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ এসএম আল মামুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ মাহাবুবুল হক, উপজেলা শিক্ষা অফিসার মো. নুরুচ্ছফা, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আলাউদ্দীন সাবেরী, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আ.ম.ম দিলশাদ, উপজেলা প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, ইউপি চেয়ারম্যান যথাক্রমে সৈয়দপুর তাজুল ইসলাম নিজামী, বাঁশবাড়িয়া মো. শওকত আলী জাহাঙ্গীর, মুরাদপুর জাহেদ হোসেন নিজামী, মো. মোরর্শেদ হোসেন চৌধুরী, মো. নাজিম উদ্দিন, উপজেলা স্কাউটস্রে সভাপতি শিক্ষক মো. জাহাঙ্গীর ভূঁইয়া ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক দীপক কান্তি ভট্টাচার্য। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক সহকারি শিক্ষা কর্মকর্তা মো. আলাউদ্দিন। এর আগে প্রধান অতিথি উপজেলা পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন। অনুষ্ঠান শেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এরপর প্রধান অতিথি সীতাকুন্ড পৌরসদর এলাকায় কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন পরবর্তী ক্লাসে পাঠদান করান।