শিক্ষার্থীদের মননে দেশপ্রেমের চেতনা জাগ্রত করতে হবে

95

বই উৎসব উপলক্ষে নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেছেন কোমলমতি শিক্ষার্থীদেরকে জানাতে হবে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস। এর ফলে তাদের মননে দেশপ্রেমের চেতনা জাগ্রত করতে হবে।
চর চাকতাই সরকারি প্রাথমিক বিদ্যালয় :
চর চাকতাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ উৎসব গত মঙ্গলবার স্কুলপ্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। এসময় শিক্ষক-শিক্ষার্থী, ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন পিটিএর সভাপতি মো. মহিউদ্দিন, প্রধান অতিথি ছিলেন আজিজুর রহমান, বিশেষ অতিথি ছিলেন মো. জাবেদ হোসেন, মো. বখতিয়ার ফারুক, মো. মিজানুর রহমান। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সহকারী থানা শিক্ষা কর্মকর্তা আবু তোরাব মোহাম্মদ হোসাইন।
চালিতাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় :
নগরীর পাঁচলাইশ ৩ নম্বর ওয়ার্ডস্থ চালিতাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত ১ জানুয়ারি ছাত্র-ছাত্রীদের মাঝে উৎসবমুখর পরিবেশে বিভিন্ন শ্রেণীর বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়। স্কুলের প্রধান শিক্ষিকা পিউলী বড়–য়ার সভাপতিত্বে ও সিনিয়র সহকারী শিক্ষক ইমতিয়াজুল হক চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। বই বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি শওকত আলী সোহেল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক আইনুর নাহার উর্মি, সাকারা রিফাত, সাজেদা বেগম, ইসরাত শারমিন, ওয়ার্ড ছাত্রলীগ নেতা মো. আরিফ, মো. জোবাইর হোসেন, মো. ইরফান রিহাম, মো. আবু সাঈদ, মো. হাছিবুল হোসেন আসিফ প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ক্ষুদা ও দারিদ্র মুক্ত সোনার বাংলাদেশের স্বপ্ন ও শিক্ষার কোন বিকল্প নেই। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত ধরে এগিয়ে যাবে বাংলাদেশ। তারই ধারাবাহিকতায় এবার চট্টগ্রামে ২ কোটি ৯৮ হাজার ৮২৫টি বই বিতরণ করে শিক্ষার্থীরে মুখে হাসি ফুটিয়েছেন তিনি।
বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা প্রাথমিক বিদ্যালয় :
উত্তর পাহাড়তলী ওয়ার্ডস্থ ফয়’স লেকস্থ বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা বিদ্যালয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষিত ১ জানুয়ারি জাতীয় বই উৎসব বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তফা কামাল বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর মো. জহুরুল আলম জসিম শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করেন। এসময় তিনি শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, আজকের শিক্ষার্থীদের পড়ালেখার মাধ্যমে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে শিক্ষকদের দায়িত্ব পালন করতে হবে। তবেই আজকের শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেম জাগ্রত হবে। আর সেই মুক্তিযুদ্ধের চেতনা থেকে দেশ গড়ার কাজে এগিয়ে আসবে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য খোকন শীল, মো. মোস্তফা, মো. আবু হাওলাদার, আনসার আলী, মো. আলমগীর, শিক্ষিকা ফারহানা আক্তার, ফারজানা বেগম, উমা চক্রবর্তী, তানিয়া আক্তার প্রমুখ। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়।
কোয়াড পি ব্লক সরকারি প্রাথমিক বিদ্যালয় :
উত্তর পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহব্বায়ক ও চসিক এর কাউন্সিলর মো. জহুরুল আলম জসিম বলেন, আজকের ক্ষুদে শিক্ষার্থীদেরকে সুশিক্ষিত করে দেশ ও জাতির কল্যাণে কাজে লাগাতে হবে। এজন্য শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের সচেতন হতে হবে। শিক্ষার্থীরা নিয়মিত বিদ্যালয়ে পাঠে মনোযোগি করে তোলার জন্য সকলকে সচেতন হতে হবে। সরকার প্রাথমিক শিক্ষার্থীদেরকে নিয়মিত স্কুলে উপস্থিতির জন্য উপবৃত্তি প্রদান করে আসছে, ভবিষ্যতেও এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে। জাতীয় পাঠ্য পুস্তক বিতরণ উৎসব-২০১৯ এর অনুষ্ঠানে কোয়াড পি ব্লক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান অতিথির বক্তব্যে এ আহব্বান জনান। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মো. আলী আকবরের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সেলিনা আক্তার, সহকারী শিক্ষিকা নুসরাত জাহান, কুলসুম আক্তার, আরিফ উল্লাহ, তাহমিনা আক্তার প্রমুখ। অনুষ্ঠানে অভিভাবক ও স্থানীয় সমাজকর্মী ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মাদারবাড়ী এস কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয় :
গত ১ জানুয়ারি মাদারবাড়ী এস কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে নতুন পাঠ্যবই বিতরণ অনুষ্ঠান বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ্ব আবদুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উৎসবে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মাহাবুবুল হক মিয়া। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সহ-সভাপতি আফজাল জুনায়েদ জুয়েল, ওয়ারিশ আলী খান। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শ্যামলী দাশের পরিচালনায় আরো উপস্থিত ছিলেন শিরীণ সুলতানা, ফারহানা ইসলাম, নাসরিন মোজাম্মেল হক, রুমানা আক্তার প্রমুখ। পরিশেষে প্রধান অতিথি শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দেন।
শাহ্ মাহ্মুদিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা :
বাংলাদেশ কর্তৃক পরিচালিত নগরীর আগ্রাবাদস্থ শাহ্ মাহ্মুদিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা বই উৎসব পালিত হয়। উক্ত অনুষ্ঠানে মাদরাসার প্রধান শিক্ষক শাহজাদা মাওলানা মো. মঈন উদ্দীন মজিদি’র সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন শিক্ষক মাওলানা নুরুল হুদা, মাওলানা আবু সাঈদ, মাস্টার মোজাম্মেল হক, মাওলানা মোহাম্মদ আলী, সাংবাদিক সোহেল তাজ প্রমুখ। উৎসবে উপস্থিত সকল শ্রেণির ছাত্র-ছাত্রীদের হাতে এবছরের নতুন বই তুলে দেওয়া হয়।
ফতেয়াবাদ মহাকালী সরকারি প্রাথমিক বিদ্যালয় :
ফতেয়াবাদ মহাকালী সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের উদ্যোগে বই বিতরণ উৎসব ও আলোচনা সভা আজ সকাল ১১টায় প্রধান শিক্ষিকা শর্মিলা চৌধুরীর সভাপতিত্বে পুলক সরকারের পরিচালনায় অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন ফতেয়াবাদ মহাকালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সভাপতি অনুপ ঘোষ টিটু। স্বাগত বক্তব্য রাখেন ইউপি মেম্বার লিটন দাশ। বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী পূজা পরিষদের সাধারণ সম্পাদক রিমন মুহুরী, আওয়ামী লীগ নেতা পুলক সরকার, ফতেয়াবাদ পূজা পরিষদের সভাপতি প্রবাল ঘোষ দেবু, বিশিষ্ট সমাজসেবক সুদর্শন চৌধুরী, বিদ্যেৎসাহী সদস্য রনধীর চৌধুরী ভুলন। বক্তব্য রাখেন ইন্দিরা নাগ, টিটু চৌধুরী, কলি তালুকদার, বেবী দাশ প্রমুখ। আলোচনা সভা শেষে বই বিতরণ করা হয়।
শাপলা কুঁড়ি কিন্ডার গার্টেন এন্ড হাই স্কুল:
নগরীর বন্দর থানাধীন চট্টগ্রাম বন্দর মহিলা সংঘ পরিচালিত শাপলা কুঁড়ি কিন্ডার গার্টেন এন্ড হাই স্কুলে বই উৎসব ২ জানুয়ারি বুধবার সকালে স্কুল মিলনায়তনে উদ্বোধন করেন স্কুলের প্রধান শিক্ষক মিসেস অর্চনা সরকার। এসময় স্কুলের সমন্বয়কারী মো. জাহিদুল ইসলাম, সাহিত্য ও ক্রীড়া সংগঠক মু. বাবুল হোসেন বাবলা, সহকারী শিক্ষীকা মিসেস মন্দিরা, শিক্ষিকা ডেইজী ,সাজেদা সহ স্কুলের পরিচালক,অভিভাবক-শিক্ষক,শিক্ষীকা এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় প্রধান শিক্ষক অর্চনা সরকার বলেন,বছরের শুরুতেই নতুন বইয়ের ঘ্রানই মজার ও উৎসবের।
বন্দর ঘাসফুল প্রাথমিক স্কুল: একই দিন চট্টগ্রাম বন্দর মহিলা সংঘ পরিচালিত বন্দর ঘাসফুল প্রাথমিক স্কুলে ১ম-৫ম শ্রেনীতে উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের হাতে এক সেট নতুন বই বিনামূল্যে প্রদান করে।