শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে

255

রাউজান
হলদিয়া সাজেদা কবির চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় : রাউজান উপজেলা ১নং হলদিয়া ইউনিয়নস্থ সমাজ উন্নয়ন মুলক সংগঠন হলদিয়া সমাজ কল্যাণ পরিষদের উদ্যেগে বিদ্যালয়ের সমাপনী পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মাওলানা মুহাম্মদ দিদারুল আলম আল-ক্বাদেরী। এতে প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সবুজ বড়ুয়া। হলদিয়া সমাজ কল্যাণ পরিষদের অর্থ-সম্পাদক জামশেদুল আলম আলবির পরিচালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয় সভাপতি মাওলানা দিদারুল আলম ক্বাদেরী, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি বাবু সবুজ বড়ুয়া, সাবেক ইউপি সদস্য খাইরুল বশর চৌধুরী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাজী জানে আলম শরীফ, সহকারি শিক্ষক মাওলানা ওবাইদল্লাহ, লিটন নন্দী, শওকত আলী, সংগঠনের সহ সভাপতি মো. নাবিল হাছান, মো. রেজাউল কারিম, নজিবুল বশর, ইমরান উদ্দিন প্রমুখ। এ সময বক্তারা বলেন, এবিএম ফজলে করিম চৌধুরী এমপি মহোদয়ের অনুপ্রেরণায় আমরা এ জায়গায় স্কুল পেয়েছি, যা আমাদের আজিবন কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ করা অবান্তর। এমপি পুত্র ফারাজ করিম চৌধুরীর হাত ধরে এগিয়ে গিয়ে আমাদের এ অরাজনৈতিক সমাজ উন্নয়ন মুলক সংগঠনের সমাজ সেবা আগামীতে ওয়ার্ড থেকে উপজেলা পর্যায় যাওয়ার চিন্তা চেতনা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।
রাউজান বিআরসি আইডিয়েল স্কুল : রাউজান বি.আর.সি আইডিয়েল স্কুলের পক্ষ থেকে ৬ কৃর্তী শিক্ষার্থীকে ল্যাপটপ ও ২শ ২৬ জনকে বিভিন্ন পুরস্কার প্রদান করা হয়েছে। গত বৃহস্পতিবার স্কুলের সমাপনী পরীক্ষার্থীদের বিদায়, বৃত্তিপ্রাপ্তদের ল্যাপটপ প্রদান ও বাষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসব পুরস্কার দেয়া হয়। একেএম ফজলুল কবির চৌধুরী অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌরসভার প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ। এতে প্রধান বক্তা ছিলেন ওসি কেপায়েত উল্লাহ। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি লায়ন মো. নুরুল আবছার চৌধুরী। স্কুলের অধ্যক্ষ নারায়ন চন্দ্র পালের সভাপতিত্বে ও একাডেমিক প্রধান এমএ হাসান ইমামের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন কেয়া গোল্ড মেডেল বৃত্তির পরীক্ষা নিয়ন্ত্রক মঈনুদ্দীন কাদের লাভলু, সরকারি কমকতা সিকু বড়ুয়া, নুরুন নাহার বেগম ও হাজী বেগম মরিয়ম। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক এনামুল হক, শাহ আলম খান, নিজাম উদ্দীন, ডলি সরকার, কাজী হাসনা হেনা, শিপ্রা ধর, শিমলা পালিত, শিল্পী চক্কবতি, লিটন দে, আশরাফ হোসেন, খোরশেদ আলম, সোহেল উদ্দীন, আয়শা বেগম, উম্মে নাঈমা, ফারজানা আকতার, মোস্তফা হায়দার প্রমুখ। এতে বক্তারা বলেন, বি.আর.সি আইডিয়েল স্কুল প্রতিবছর শিক্ষার্থীদের ল্যাপটপসহ পুরস্কার দিয়ে বিরল দৃষ্টান্ত স্তাপন করে থাকে। যা শুধু রাউজানে নয়, পুরো চট্টগ্রামে আলোচনা হয়। আধুনিক ও যুগোপযোগী শিক্ষার জন্য নুরুল আলম এবং নুরুল আবছারের বাবা যে অবদান রেখেছেন, তার জন্য রাউজানবাসী গর্বিত।
মঙ্গলখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় : রাউজানের মঙ্গলখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক সমাপনী পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা যুবলীগের সহ-সভাপতি সারজু মোহাম্মদ নাছেরর সভাপতিত্বে গত বুধবার বিদ্যালয় হল রুমে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাউজান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বিএম জসিম উদ্দিন। এতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লিপিকা পাল। বিশেষ অতিথি ছিলেন রাউজান যুবলীগের সাধারণ সম্পাদক মো. এনামুল হক, রাউজান ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ইমন, ফাহমিদা খানম কলি, শাহেদা ইয়াছমিন ও আয়েশা পারভিন। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেন অতিথিবৃন্দ।
রাঙ্গুনিয়ার বনগ্রাম আজিজনগর মাদ্রাসা : রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের বনগ্রাম আজিজনগর ইসলামি কে.জি মাদ্রাসায় বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান মাদ্রাসা মাঠে গত ১৪ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসা পরিচালনা পরিষদ সভাপতি আবু মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চন্দ্রঘোনা-কদমতলী ইউপি চেয়ারম্যান ইদ্রিছ আজগর। এতে উদ্বোধক ছিলেন বায়তুল হুদা জামে মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সের পরিচালক হাফেজ মাওলানা শফিকুর রহমান। মাদ্রাসার প্রধান পরিচালক মাওলানা মো. মুবিনুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মেহেরীয়া মাদ্রাসার পরিচালক মাওলানা মো. ইছহাক নূর, বনগ্রাম মাদ্রাসার পরিচালক মাওলানা মো. সালাউদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহেদুল আলম চৌধুরী আইয়ুব, আরিফুল ইসলাম চৌধুরী, চন্দ্রঘোনা লিচুবাগান ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মাওলানা আবদুল হামিদ, ইউপি সদস্য রাশেদ আলী, আবদুল মালেক ও মাওলানা হাবিব উল্লাহ। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।
চন্দনাইশ
দক্ষিণ পূর্ব জোয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় : উপজেলা দক্ষিণ পূর্ব জোয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পিএসসি পরীক্ষার্থীদের শিক্ষাসামগ্রী বিতরণ ও পিএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। গত ১৪ নভেম্বর সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক উৎপল চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন পৌর আওলীগের সভাপতি এম কায়ছার উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন পরিচালনা পরিষদ সভাপতি আবদুর রহমান জাহাঙ্গীর ও বলরাম চক্রবর্তী। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালনা পরিষদ সদস্য মো. ইউছুপ, লিটন বড়ুয়া, মনোয়ারা বেগম, জসিম উদ্দিন, নোমান উদ্দিন, হাফছা বেগম, কুলছুমা আকতার প্রমুখ। শেষে নিজের অর্থায়নে পরীক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী তুলে দেন।
চিড়িংঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় : উপজেলা চিড়িংঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পিএসসি পরীক্ষার্থীদের শিক্ষাসামগ্রী বিতরণ, পিএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। গত ১৩ নভেম্বর বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দিদারুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন এসএমসির সভাপতি মীর কুতুব উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ইউপি সদস্য মো. নুরুল আমিন। শেষে নিজের অর্থায়নে পরীক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী তুলে দেন।
পূর্ব ছৈয়দাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় : উপজেলা পূর্ব ছৈয়দাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পিএসসি পরীক্ষার্থীদের শিক্ষাসামগ্রী বিতরণ ও পিএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। গত ১৪ নভেম্বর বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন এসএমসির সভাপতি হেলাল উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা এটিএম সামশুদ্দিন, পরিচালনা পরিষদ সদস্য ও মো. কমরুদ্দিন। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শালীমা আকতার, নাহিদা আকতার, কাজী মোছাম্মৎ ছাবেরা বেগম, রেশমী আকতার, ছাত্র-ছাত্রীদের মধ্যে মো. মারুফ, রিনা আকতার, রাইসা আকতার প্রমুখ। শেষে নিজেদের অর্থায়নে পরীক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী তুলে দেন।
লামার নুনারঝিরি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় : বান্দরবানের লামা উপজেলার নুনারঝিরি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গত বুধবার বিদ্যালয় মিলনায়তনে এক দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া শেষে মুনাজাত পরিচালনা করেন, লাইনঝিরি ইসলামিয়া মোহাম্মদীয় দাখিল মাদ্রসার সুপার মোহাম্মদ ইব্রাহীম। এ সময় সহ-সুপার কাজী মোহাম্মদ ইলিয়াছ, প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ফরিদ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. নুরুল করিম আরমান, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. জামাল উদ্দিন, প্রধান শিক্ষক সৈয়দা শাহনাজ পারভীন ও সহকারী শিক্ষক মো. ফারুক হোসেন। দোয়া শেষে পিএসসি পরীক্ষার্থীদের মাঝে পরীক্ষা উপকরণ বিতরণ করেন অতিথিবৃন্দ।
সীতাকুন্ড পৌরসদর পশ্চিম মহাদেরপুর আলম-সফি সরকারি প্রাথমিক বিদ্যালয় : আজকে শিক্ষা সমাপনী,তারপর জে.এস.সি, এরপর এস.এস.সি এবং উচ্চতর শিক্ষা। এভাবে একজন শিক্ষার্থী তার সঠিক লক্ষে পৌছে। আর এ লক্ষে পৌঁছতে অভিভাবকের অবশ্যই খেয়াল রাখতে হবে। শিক্ষার্থীরা কি নৈতিকত শিক্ষায় শিক্ষিত হচ্ছে কি না। কারণ শুধু জি.পি.এ-৫ পেয়ে শুধু শিক্ষিত হয়ে লাভ নাই, তাকে অবশ্যই নৈতিক শিক্ষা গ্রহণ করতে হবে। আর এ নৈতিক শিক্ষা লাভে শিক্ষকের থেকে অভিভাবকদের ভূমিকা অপরিসীম। গত বৃহস্পতিবার সকালে সীতাকুন্ড পৌরসদর পশ্চিম মহাদেরপুর আলম-সফি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর ভুইয়ার সভাপতিত্বে প্রাথমিক শিক্ষা সমাপনী শিক্ষার্থীদের বিদায় উৎসবে উপরোক্ত কথা বলেন উপজেলা নিবার্হী কর্মকর্তা মিল্টন রায়। এ সময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মো. নুরুচ্ছফা, সহকারি শিক্ষা কর্মকর্তা মো. আলাউদ্দিন ও জাহেদুল আনোয়ার চৌধুরী। তানিসা নুর ও ছিদরাতুল মোনতাহা যৌথ পরিচালনায় এতে উপস্থিত ছিলেন সহকারি শিক্ষক ইকবাল হোসেন টিপু, নাজমুর নাহার, কামরুন নাহার, আমেনা, নাকি আক্তার, শিক্ষার্থীদের মধ্যে রাজিব, শাহজাদা, মালিহা, তাসনিয়া তুসি প্রমুখ। পবিত্র কোরবান তেলওয়াত করেন মো. সিয়াম ও গীতা পাঠ করেন মৃতিকা দাশ। অপরদিকে উপজেলার বারৈয়াঢালা উজির আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি জাহেদুল আনোয়ার চৌধুরীর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গত বৃহস্পতিবার বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিলীপ কুমার নাথের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন ম্যানেজিং কমিটির সহ-সভাপতি মো. দেলোয়ার, দাতা সদস্য তহিদুল আনোয়ার চৌধুরী স্বপন, মো. হাসেম, সাফিয়া খাতুন, ইব্রাহিম ও সুমন। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্কুলের সহকারি শিক্ষক নারগিস আক্তার, শিউলি চৌধুরী, ইভা ধুম, মানিক নাথ, সাইমা আলম, রিতা চক্রবর্তী প্রমুখ।
উত্তর আমিরাবাদ প্রাথমিক বিদ্যালয় : লোহাগাড়া উপজেলার উত্তর আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল গত ১৪ নভেম্বর বিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মো. হেলাল উদ্দিনের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারি শিক্ষক সুমন মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক মিয়া মোহাম্মদ শাহজাহান বিন আবদুল আজিজ। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ফেরদৌস। বিশেষ অতিথি ছিলেন আমিরাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান রফিকুল ইসলাম চৌধুরী, অভিভাবক আকতারুল হক ও উত্তর আমিরাবাদ এমবি উচ্চ বিদ্যালয়ের সহ-প্রধান শিক্ষক আজিজুল হক। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাকটর আজমত উল্লাহ, উত্তর আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আবুল মনছুর, দেলোয়ার হোসেন, ইলা চৌধুরী, প্রিয়াংকা দত্ত, অভিভাবক সদস্য জয়দেব দাশ, সুমি দাশ, আছহাব মিয়া, উম্মে সালমা প্রমুখ।
এছাড়া অনুষ্ঠানে অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দোয়া মাহফিল পরিচালনা করেন শিক্ষক মাওলানা শেখ আহমদ। অনুষ্ঠানে পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরন করেন অতিথিবৃন্দ।