শিক্ষার্থীদের নৈতিক চরিত্রে বলবান হতে হবে

76

কনফিডেন্স সিমেন্ট লিমিটেডের ভাইস চেয়ারম্যান ও প্রাক্তন লায়ন্স জেলা গভর্ণর লায়ন রূপম কিশোর বড়–য়া পিএমজেএফ বলেছেন, আজকের মেধাবী প্রজন্মই আগামীতে দেশ গড়ার কাজে উলে­খযোগ্য ভূমিকা রাখবে। বর্তমান যুগ সৃজনশীলতার যুগ। শিক্ষায়-দীক্ষায় ও নৈতিক চরিত্রে বলবান হওয়ার জন্য তিনি শিক্ষার্থীদের পরামর্শ দেন। বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর দেশ গঠনে সরকারের মহাপরিকল্পনা বাস্তবায়নে ব্রিলিয়ান্ট সৃজনশীল মেধাবৃত্তি কার্যক্রম সার্থক প্রয়াস। তিনি গত ১৩ ফেব্র“য়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় ব্রিলিয়ান্ট সৃজনশীল মেধাবৃত্তি প্রদান উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। নগরীর সদরঘাটস্থ চিটাগাং স্কলার্স স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিয়া বিশ্ববিদ্যালয় কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও চট্টগ্রাম প্রি-কলেজিয়েট স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান লায়ন অধ্যাপক এস.কে দত্ত (দেবাশীষ)। বিশেষ অতিথি ছিলেন ১ম লায়ন্স ভাইস জেলা গভর্নর লায়ন সুকান্ত ভট্টাচার্য্য এমজেএফ, মুজাফরাবাদ কলেজ ও মুজাফরাবাদ বালিকা উচ্চ বিদ্যালয়ের চেয়ারম্যান লায়ন এস.কে নন্দী, বাগীশিক কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা অ্যাড. তপন কান্তি দাশ, রিজিয়ন চেয়ারপার্সন লায়ন মোসলেহ্ উদ্দিন আহমেদ (অপু) এমজেএফ, মহিলা কাউন্সিলর নিলু নাগ, সমাজসেবক আলী আহমেদ। শিক্ষিকা জুলিয়ানা আহমেদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন ব্রিলিয়ান্ট সৃজনশীল মেধাবৃত্তি কমিটির সদস্য সচিব ও চট্টগ্রাম প্রি-কলেজিয়েট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ অনুপ চক্রবর্তী, উপাধ্যক্ষ নাহিদা পারভীন, পরীক্ষা নিয়ন্ত্রক এম ইসমাইল হোসেন, কো-অর্ডিনেটর ফেরদৌস আরা রোজী, নুরুন্নেছা আহমেদ মুক্তা প্রমুখ। অনুষ্ঠানে অতিথিবৃন্দ ট্যালেন্টপুলে গ্রেডপ্রাপ্ত ১৩ জন, ১ম গ্রেডপ্রাপ্ত ৩৯ জন, সাধারণ গ্রেডপ্রাপ্ত ৫৩ জন ও বিশেষ গ্রেডগ্রাপ্ত ৪৯ জন শিক্ষার্থীদের সম্মাননা হিসেবে সনদপত্র, ক্রেস্ট, প্রাইজবন্ড ও মূল্যবান বই প্রদান করেন। বিজ্ঞপ্তি