শিক্ষক কাজী মুহাম্মদ আলমগীরের স্মরণসভা

50

সন্দ্বীপের প্রয়াত শিক্ষক কাজী মুহাম্মদ আলমগীরের রুহের মাগফেরাত কামনায় কাজী আফাজ উদ্দিন আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের উদ্যাগে গত ৬ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৩ ঘটিকায় নগরীর লাভলেইনস্থ স্মরণিকা কমিউনিটি সেন্টারে এক দোয়া ও স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পানিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব ও প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের সভাপতি কাজী আব্দুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-৩ সন্দ্বীপ আসনের সাংসদ মাহফুজুর রহমান মিতা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে স্মৃতিচারণ করেন কক্সবাজার সদর-রামু আসনের মাননীয় সাংসদ সাইমুম সরওয়ার কমল, অতিরিক্ত জেলা দায়রা জজ মাহবুবুর রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের অধ্যাপক আ.ন.ম আব্দুল মোক্তাদির, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট আনোয়ারুল কবীর, সন্দ্বীপ এডুকেশন সোসাইটির আহবায়ক রাজিবুল আহসান সুমন, সাবেক ব্যাংকার ও রূপালী ক্রেডিট কোঅপারেটিভ লি. এর চেয়ারম্যান আবুল কাশেম, সন্দ্বীপ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাঈনউদ্দিন মিশন, কার্গিল উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র পরিষদের সাধরণ সম্পাদক সাইফুর রহমান লিংকন,দাতা পরিবারের সদস্য কাজী ইকবাল আজম, মরহুমের বড় জামাতা জহির উদ্দিন মো.বাবর। সংগঠনের সহ সভাপতি কাজী মুসলিম উদ্দিনের সঞ্চালনায় ও কাজী আরিফুর রহমানের পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মো.আনোয়ার হোসাইন। স্মৃতিচারণে পরিষদের পক্ষে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক কাজী জিয়া উদ্দিন সোহেল, কার্য নির্বাহী সদস্য মো.মিজানুর রহমান, কাজী কাইসার হামিদ মেহেরাজ। স্মৃতিচারণ অনুষ্ঠানে বক্তরা ব্যক্তি কাজী আলমগীর স্যারের সততা, ন্যায়পরায়ণতা এবং কর্মজীবনের দক্ষতা ও আদর্শের কথা উপস্থাপন করেন। স›দ্বীপের সাংসদ মাহফুজুর রহমান মিতা তার বক্তৃতায় মাষ্টার আলমগীর স্যারের সততার বিভিন্ন উদাহরণ তুলে ধরে বলেন এমন নিষ্ঠাবান মানুষ আজকের সমাজে বিরল যা সন্দ্বীপের শিক্ষক সমাজের কাছে উদাহরণ হয়ে থাকবে। সেই সাথে সাংসদ মাষ্টার আলমগীর স্যারের স্মৃতি রক্ষার্তে সন্দ্বীপের দুটি স্কুলে উনার নামে একাডেমিক ভবন করে নেওয়ার প্রতিশ্রুতি দেন। অনুষ্ঠানের অংশ হিসেবে আলমগীর স্যারের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত ও দোয়া অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি