শিক্ষকেরা মানুষ গড়ার কারিগর : এমপি নজরুল

38

চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, যে যত শিক্ষিত, সে জাতির কাছে তত ঋণী। বিষয়টিকে অনুধাবন করে কাঞ্চনাবাদ উচ্চ বিদ্যালয়ে ৮৯ ব্যাচের প্রায় ১শ শিক্ষার্থী তাদের গুণী শিক্ষকদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করেন। গুণীজনকে সম্মান জানিয়ে শিক্ষার্থীরা তাদের শিক্ষকদের নিকট আরো প্রিয় হওয়ার পাশাপাশি তাদের দায়বদ্ধতাকে হালকা করেছে। সু-সংগঠিত জাতি বিনির্মাণে সুশিক্ষিত সমাজ গঠনের উপর গুরুত্বারোপ করেন। শিক্ষকেরা মানুষ গড়ার কারিগর। সমাজে সচেতন মানুষ সৃষ্টিতে শিক্ষকের ভূমিকা অপরিহার্য। এলাকার উন্নয়নে নীতিবান, প্রজ্ঞাবান শিক্ষিত সমাজের ভূমিকার উপর গুরুত্বারোপ করেছেন। গত ১৪ আগস্ট উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্টান কাঞ্চনাবাদ উচ্চ বিদ্যালয়ের ফ্রেন্ডশিপ ফোরাম’৮৯ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী পরিষদের প্রথম পূনর্মিলনী অনুষ্ঠান, শিক্ষক সংবর্ধনা স্থানীয় কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। সংগঠনের আহব্বায়ক প্রকৌশলী ছায়েফ উল্লাহ সেলিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ নজরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে চেয়ারম্যান আমিন আহমেদ চৌধুরী রোকন, চেয়ারম্যান মুজিবুর রহমান, এডিশনাল পি.পি এড. মো. দেলোয়ার হোসেন, ও প্রধান শিক্ষক সমীর কুমার দে। সংগঠনের সদস্য সচিব শিক্ষক আবুল বশরের সঞ্চালনায় এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম, নারু গোপাল শীল, মিলন কান্তি আচার্য, মাহাবুবুল আলম, মানিক চন্দ্র কর, ঝর্ণা রানী দে, সংগঠনের পক্ষ থেকে এড. জসিম উদ্দিন, নুরুল ইসলাম, জহির রায়হান, শাহানা আকতার, বেবী বড়ুয়া, মো. জসিম উদ্দিন প্রমুখ।