শিক্ষকরা সমাজের পথ প্রদর্শক : ড. শিরীণ

63

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির বার্ষিক সাধারণ সভা চবি ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে ১ জুলাই বেলা ১১টায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির ভাষণ দেন উপাচার্য (রুটিন দায়িত্বপ্রাপ্ত) প্রফেসর ড. শিরীণ আখতার।
তিনি বলেন, শিক্ষকরা সমাজের পথ প্রদর্শক, দেশ-জাতির আশা আকাক্সক্ষার প্রতীক। তারা অর্থ-বিত্তকে পিছনে ফেলে সমাজ আলোকিত করার জন্য নিরবচ্ছিন্নভাবে জ্ঞান-গবেষণায় লিপ্ত থেকে মানুষ গড়ার কারিগর হিসেবে নিজেদের সার্বক্ষণিক নিয়োজিত রাখেন। চবি শিক্ষক সমিতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ের একটি সংগঠন। এ সংগঠনের নেতৃবৃন্দ শিক্ষকদের বিভিন্ন সমস্যা সমাধানের পাশাপাশি শিক্ষার্থীদের যথাসময়ে শিক্ষাজীবন সফলভাবে সম্পন্ন করার জন্য যেভাবে ভূমিকা রেখে চলেছেন তা প্রশংসার দাবীদার। একইসাথে তারা প্রশাসনিক কর্মকান্ডেও নিজেদের সম্পৃক্ত করে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে অসামান্য অবদান রাখছেন। তিনি শিক্ষকবৃন্দকে তাদের জ্ঞান-গবেষণা, মেধা, প্রজ্ঞা ও অভিজ্ঞতা দিয়ে বিশ^বিদ্যালয়কে আরও এগিয়ে নিতে আন্তরিক সহযোগিতা অব্যাহত রাখার আহব্বান জানান।
চবি শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর মো. জাকির হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রফেসর ড. অঞ্জন কুমার চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চবি শিক্ষক সমিতির সাধারণ সদস্য চবি আইন অনুষদের ডিন প্রফেসর এ বি এম আবু নোমান, জীব বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. মাহবুবুর রহমান, প্রফেসর ড. সুলতান আহমেদ, প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান সিদ্দিকী, প্রফেসর ড. মোহাম্মদ মাহবুবুল হক, প্রফেসর ড. নাসির উদ্দিন, প্রফেসর ড. ইন্দ্রজিত কুন্ডু, প্রফেসর ড. কাজী এস এম খসরুল আলম কুদ্দুসী, প্রফেসর শ্যামল রঞ্জন চক্রবর্তী, প্রফেসর এস এম নছরুল কদির, প্রফেসর সুকান্ত ভট্টাচার্য, সহযোগী অধ্যাপক ড. ফয়সল ইসলাম চৌধুরী, সহযোগী অধ্যাপক জেরীন চৌধুরী, সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ মমতাজ উদ্দীন কাদেরী, সহকারী অধ্যাপক লাইলুন নাহার, সহকারী অধ্যাপক মো. শাহ আলম, আফতাব হোসেনসহ সমিতির সাধারণ সদস্যবৃন্দ। বিজ্ঞপ্তি