শিক্ষকদের কল্যাণে শেখ হাসিনা আন্তরিক : নওফেল

110

শিক্ষকদের কল্যাণের লক্ষ্যে যাবতীয় সমস্যা সমাধানে বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ। শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। ভবিষ্যত প্রজন্ম গঠনে শিক্ষকরা অগ্রণী ভূমিকা রাখেন। বর্তমান সরকারের সাধ্য অনুযায়ী শিক্ষকদের কল্যাণে সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে। গত ২৪ মে বিকালে চট্টগ্রাম কলেজ মিলনায়তনে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের সংগঠন স্বাধীনতা বিসিএস সাধারণ শিক্ষা সংসদ বৃহত্তর চট্টগ্রামের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এসব কথা বলেন।
তিনি বলেন, শিক্ষা ক্যাডারে উন্নয়নে পদসৃষ্টি, পদ আপগ্রেডেশন এবং নিয়মিত পদোন্নতির জন্য শিক্ষা মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। উপমন্ত্রী কর্মস্থলে শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করতে কোন ধরনের অপতৎপরতাকে ছাড় না দেয়ার ঘোষণা দেন। চট্টগ্রাম কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক এ এম এম মুজিবুর রহমান এর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সদস্য সচিব সৈয়দ জাফর আলী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা চট্টগ্রাম অঞ্চলের পরিচালক প্রফেসর প্রদীপ চক্রবর্ত্তী, অধ্যক্ষদের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রাম কলেজের প্রফেসর মো. আবুল হাসান, সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের প্রফেসর অঞ্জন কুমার নন্দী, সরকারি সিটি কলেজের প্রফেসর ঝরণা খানম, সরকারি কমার্স কলেজের প্রফেসর মো. আইয়ুব ভূঁইয়া, সরকারি মহিলা কলেজের প্রফেসর স্বপন চৌধুরী, বাকলিয়া সরকারি প্রফেসর মো. সিরাজদ্দৌলা, স্যার আশুতোষ সরকারি কলেজের প্রফেসর সাগর কান্তি দে, রাঙামাটি সরকারি কলেজের প্রফেসর মো. মাঈন উদ্দিন, কারিগরি শিক্ষাবোর্ডের উপ-পরিদর্শক বিজয় কুমার বোস।
চট্টগ্রাম কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক মো. বেলাল হোসেন ও সরকারি কমার্স কলেজের সহকারী এস এম রুবায়েত ফাহিম এর যৌথ সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন বাকলিয়া সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ড. বিপ্লব গাঙ্গুলী। উপাধ্যক্ষদের মধ্যে উপস্থিত ছিলেন সরকারি সিটি কলেজের প্রফেসর মঞ্জুর আহমদ, পটিয়া সরকারি কলেজের প্রফেসর নাছির উদ্দিন মজুমদার, রাঙামাটি সরকারি কলেজের প্রফেসর তুষার কান্তি বড়ুয়া, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের উপ-পরিচালক (হিসাব নিরীক্ষা) নারায়ণ নাথ, সংগঠনের কর্মকর্তাদের মধ্যে রেজাউল করিম মো. তারেক, অরুন বিকাশ বড়য়য়া, কিরিটী দত্ত, সুমন দে, ছোটন শর্মা, মো. সালাহ্ উদ্দিন, দেলোয়ার হোসেন, আলী আজগর, আশরাফ উদ্দিন তারেক, মিজানুর রহমান, বিধান দত্ত, এমরান হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি