শাহ আমানত ব্রিজে তীব্র যানজট

20

চট্টগ্রামের শাহ আমানত ব্রিজে সম্প্রতি তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। যার কারনে প্রতিনিয়ত দুই পাড়ের যাত্রীদের ভোগান্তির শিকার হতে হচ্ছে। খোঁজ নিয়ে জানা যায়, গত ২৭ অক্টোবর শাহ আমানত সেতু পারাপারে ফাস্ট ট্র্যাক পদ্ধতিতে ইলেক্ট্রনিক টোল আদায় প্রক্রিয়া উদ্বোধন করলেও সড়ক ও জনপথ (সওজ) বিভাগ ও টোল আদায়কারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে তেমন কোন প্রচারণার উদ্যোগ নেওয়া হয়নি। ফলে ফাস্ট ট্র্যাক পদ্ধতি ব্যবহারের বিষয়টি সম্পর্কে গাড়ির মালিক ও চালকরা অবগত নন। কিন্তু এক জানুয়ারি থেকে শাহ আমানত সেতু পারাপারে ফাস্ট ট্র্যাক পদ্ধতিতে টোল আদায়ের জন্য উভয় দিকে একটি করে লেন সংরক্ষিত করে রাখা হয়। এ কারণে প্রতিদিন উভয় দিকে দীর্ঘ জানজট তৈরি হচ্ছে। এছাড়াও বিভিন্ন সময় রোগী বহনকারী এম্বুলেন্সকেও দীর্ঘ সময় যানজটে আটকা পড়তে দেখা গেছে। সড়কের নিয়মিত যাত্রীরা এ সমস্যা সমাধানের জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন।-