শাহজাদ-নাইব নৈপুণ্যে সিরিজ ড্র আফগানিস্তান

35

বিশ্বকাপের ঠিক আগে দু’ ম্যাচের ওয়ানডে সিরিজ ড্র করল আফগানিস্তান। সিরিজে ০-১ পিছিয়ে থেকে মঙ্গলবার দ্বিতীয় ম্যাচে ১২৬ রান জয় ছিনিয়ে নিয়েছে আফগানরা। সেই সঙ্গে আয়ারল্যান্ডের বিরুদ্ধে দুই ম্যাচের ওয়ানডে সিরিজ ১-১ ড্র করল আফগানরা।
৩০ মে ইংল্যান্ড ও ওয়েলসের মাটিতে শুরু হচ্ছে বিশ্বকাপ। তার আগে আয়ারল্যান্ডের মাটিতে ওয়ানডে সিরিজ ড্র করে বিশ্বকাপের প্রস্তুতি মন্দ হলো না রশীদ খানদের। মঙ্গলবার বেলফাস্টে টস জিতে আফগানিস্তানকে প্রথম ব্যাট করতে পাঠায় আয়ারল্যান্ড। ওপেনার মোহাম্মদ শাহজাদের দুরন্ত সেঞ্চুরি (১০১) ও লো-অর্ডারে নাজিবুল্লাহ জাদরানের (৬০) ঝোড়ো ইনিংসে সাত উইকেটে ৩০৫ রান তোলে আফগানিস্তান।
রান তাড়া করতে নেমে ৪১.২ ওভারে ১৭৯ রানে গুটিয় যায় আয়ারল্যান্ড ইনিংস। ২৪ মে ব্রিস্টলে প্রস্তুতি ম্যাচে তাদের প্রতিপক্ষ পাকিস্তান। আর ২৭ মে লন্ডনে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলবে আফগানিস্তান।