শালগ্রাম মন্দিরে ফরিদ মাহমুদ সব ধর্মে গুরুত্ব দেওয়া হয় মানবকল্যাণকে

35

সমাজসেবক ফরিদ মাহমুদ বলেছেন, সব ধর্মেই মানবকল্যাণকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়। সকল ভেদাভেদ ভুলে একটি বৈষম্যহীন সমাজ গড়তে আমাদেরকে কাজ করতে হবে। অশিক্ষা ও দারিদ্র্যকে দূর করে সমৃদ্ধশালী দেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে সবাইকে দাঁড়াতে হবে। একমাত্র শেখ হাসিনাই এ জাতির ভাগ্য বদলাতে পারেন। তাঁর সততা, একাগ্রতা এবং নেতৃত্ব নিয়ে কোন প্রশ্ন নেই। নগরীর জামালখান ওয়ার্ড ঝাউতলা সেবক কলোনি শ্রীশ্রী রাধাকৃষ্ণ শালগ্রাম মন্দিরের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পূজারীদের মাঝে প্রসাদ বিতরণ কর্মসূচি উদ্বোধনকালের তিনি এসব কথা বলেন।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মন্দিরের সভাপতি বাদল চন্দ্র দাশ। উপস্থিত ছিলেন শেখ নাছির আহমেদ, আশরাফুল গনি, পলাশ খাস্তগীর, মন্দিরের সাধারণ সম্পাদক কৃষ্ণ দাশ, উপদেষ্টা রাম গোলাম সরদার, ছোটলাল সর্দার, রাজকাপুর সর্দার, নন্দুলাল সর্দার, প্রেম লাল সর্দার, বিক্রম দাশ, হরিরাম লালা, মাইরাল দাশ, মঙ্গল দাশ, কৃষাণ দাশ, নারায়ণ দাশ প্রমুখ। বিজ্ঞপ্তি