শামসুল হক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

144

জনকল্যাণ ও মাদ্রাসা-মসজিদ প্রতিষ্ঠায় অনন্য অবদান রেখেছেন মরহুম আলহাজ মুহাম্মদ শামসুল হক। নিরলস এই সমাজ সেবকের নামেই নামকরণ করা হয় আলহাজ শামসুল হক ফাউন্ডেশন। জানাচ্ছিলেন অনুষ্ঠানের সভাপতির ও আলহাজ শামসুল হক ফাউন্ডেশনে চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মাদ নাছির উদ্দীন। গত ২১ জানুয়ারি চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে অনুষ্ঠিত আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী ও আ্যওয়ার্ড প্রদান প্রোগ্রামে সভাপতি আরো বলেন, ‘মানব সেবায় পিতার হাতে কলমে প্রশিক্ষণ ও অসহায় মানুষগুলোর দুঃখ দেখে তিনি প্রতিনিয়ত মর্মপীড়া অনুভব করি। মানুষকে সহযোগিতা করার সুযোগ পেলে অন্তরে অনুভব করেন প্রশান্তি। আর এটাই আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের অগ্রযাত্রার অন্যতম উৎসাহ। ফলশ্রুতিতে অল্প সময়ের মধ্যেই মহান রবের দয়ায় শুভানুধ্যায়ীগণের সহযোগিতায় চট্টগ্রাম, রোহিংগা ক্যাম্প, কুড়িগ্রাম সহ দেশের প্রত্যন্ত অঞ্চলে ত্রাণ বিতরণ, গৃহ নির্মাণ, স্যানিটেশন, সুপেয় পানি নিশ্চিতকরণ, বিভিন্ন মেডিকেল ক্যাম্প ও মহিলাদের জন্য শিক্ষা ও আত্মকর্মসংস্থানের বিভিন্ন প্রজেক্টে লাখো মানুষের সেবা করার সুযোগ হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি চান্দগাঁও ৪নং ওয়ার্ড কাউন্সিলর ও আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের উপদেষ্টা সাইফুদ্দিন খালেদ সাইফু বলেন ‘মানব সেবায় নিবেদিত এ ফাউন্ডেশনের সাথে আমি শুরু থেকেই আছি এবং আগামীতেও আমার সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহাম্মদ নুরুল আফসার সভাপতি, আল হুমাইরা (রা.) মহিলা মাদ্রাসা। উদ্বোধনী বক্তব্য রাখেন- আলহাজ্ব মুহাম্মদ জোবাইর সাদেক, সেক্রেটারি আলহাজ শামসুল হক ফাউন্ডেশন।
বিশেষ অতিথি ছিলেন, মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম, সাবেক এডিসি ও কবি রোটারিয়ান গোলাম আকবর চৌধুরী, সভাপতি, মানবাধিকার বাস্তবায়ন কমিশন চট্টগ্রাম মহানগর। অনুষ্ঠানে চারজন নিবেদিত সমাজ সেবককে সম্মাননা দেয়া হয়। আ্যওয়ার্ড প্রাপ্তরা হলেন- সাইফুল ইসলাম নেসার (অজ্ঞাত রোগী নিয়ে কাজ করার জন্য), ব্রাদার বাহার (প্রত্যন্ত অঞ্চলে মানবিক সেবা প্রদানে), উম্মে হানি (নারী শিক্ষায় বিশেষ অবদানের জন্য), রাগিব আহমেদ (রোগী পরিবহনে স্বল্প মূল্যে এম্বুলেন্স সেবার জন্য) বিশেষ স্বেচ্ছাসেবক আ্যওয়ার্ড পান কাজী মুহাম্মদ শাহেদ হোসাইন। আল হুমাইরা (রা.) মহিলা মাদ্রাসাকে ফাউন্ডেশনের মাঝে অন্তর্ভুক্ত করায় মাদ্রাসা কমিটি মেম্বার ও শিক্ষক মন্ডলীর পক্ষ থেকে ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দীনকে দু’টি বিশেষ ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আলহাজ শামসুল হক ফাউন্ডেশনে অর্থ সম্পাদক মুহাম্মদ সাইয়্যেদুল। বিজ্ঞপ্তি