শান্তি সংঘের স্মরণসভা

42

পশ্চিম বাকলিয়ার সামাজিক সংগঠন শান্তি সংঘ এর উদ্যোগে সামাজিক সম্প্রীতি রক্ষায় মাহে রমজানের গুরুত্ব শীর্ষক আলোচনা ও পশ্চিম বাকলিয়া কফিল ঊদ্দিন জামে মসজিদ এর প্রয়াত পেশ ইমাম মরহুম ফখরুদ্দীন জোহাদী (রহ.) স্মরণে দোয়া ও ইফতার মাহফিল চকবাজারস্থ একটি রেস্টুরেন্টে সংগঠনের সভাপতি মুহাম্মদ জয়নাল আবেদীনের সভাপতিত্বে ২৫মে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সংগঠক ও সমাজসেবক মুহাম্মদ জাহেদ মুরাদ। উদ্বোধক ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী হাজ্বী মুহাম্মদ টিপু সুলতান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সংগঠক ও তরুণ সমাজসেবক মুহাম্মদ আব্দুল কাদের রুবেল। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, মাহে রমজান শিক্ষা দেয় ধনী ও গরীবের পরস্পর সৌহার্দ্য ও সম্প্রীতির। সমাজে সুশিক্ষা, শান্তি ও পরস্পর সম্প্রীতি রক্ষা করতে হলে মাহে রমজান থেকে শিক্ষা নিতে হবে। আর একটি আদর্শিক সংগঠনই পারে তার যথার্থ প্রয়োগ ও বাস্তবায়ন করতে। মরহুম মাওলানা ফখরুদ্দীন জোহাদী (রহ.) মসজিদের খেতাবতের পাশাপাশি নীরবে যেভাবে দ্বীনের খেদমত করেছেন আজ তাঁরই স্মরণসভা আমাদের তাঁর পূণ্যময় খেদমতের প্রমাণ দিচ্ছে। প্রধান বক্তা বলেন, একটি আদর্শবান সংগঠন পারে একটি সমাজকে পরিবর্তন করতে। গরীব-দুঃখী মানুষের মুখে হাঁসি ফুটাতে এ সংগঠনকে তাই এক হয়ে এগিয়ে যেতে হবে। মুহাম্মদ ফারুকের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠক জনাব মুহাম্মদ রায়হান। সংগঠনের নেতৃবৃন্দদের মধ্যে বক্তব্য রাখেন সাদিত হোসেন চৌধুরী, আনিসুর রহমান বাপ্পি, মুহাম্মদ গোলাম মোস্তফা ও জহিরুল আলম সাদ্দাম। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তুষার, আয়াত মোস্তফা, সাজ্জাদ, রাকিব, ইফতি, মাহিম, হাফেজ রিয়াদ, মারুফ, ইশতিয়াক, রাব্বি, শাওন, আকিব, আলিফ, সাফাত সহ প্রমুখ। শেষে মাওলানা ফখরুদ্দীন জোহাদী (রহ.) এর ইসালে সওয়াব ও দেশ-জাতির উদ্দ্যেশে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় । বিজ্ঞপ্তি