শান্তর ব্যাটে প্রথম দিনটি বাংলাদেশ ইমার্জিং টিমের

20

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ইমার্জিং টিমের প্রথম চারদিনের টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে দাপুটে শুরু করেছে বাংলাদেশ। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর অপরাজিত সেঞ্চুরিতে ৪ উইকেটে ২৩৩ রানে প্রথম দিন শেষ করেছে স্বাগতিকরা। গতকাল টস জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ। টপ অর্ডারের ব্যাটিং ব্যর্থতার দিনে হাল ধরেন শান্ত। তার সেঞ্চুরিতে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। বাঁহাতি এই ব্যাটসম্যান ধীর ব্যাটিংয়ে দলকে বড় সংগ্রহের দিকে এগিয়ে নেন। ২৪৯ বলে ১২ চার ও ১ ছয়ে ১২৪ রানে অপরাজিত ছিলেন তিনি। দিনের সেরা জুটি গড়তে শান্তকে সঙ্গ দেন আফিফ হোসেন। হাফসেঞ্চুরি করেন তিনি, আর গড়েন ১০১ রানের জুটি। ৯৫ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়েছিল বাংলাদেশ। তিন নম্বরে ব্যাট করতে নামা শান্তর সঙ্গে এরপর ক্রিজে প্রতিরোধ গড়েন আফিফ। ১০৮ বলে ৭ চারে ৫৪ রান করেন তিনি। জাকির হাসানের সঙ্গে ৩৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দিন শেষ করেছেন শান্ত। জাকির ৯ রানে অপরাজিত আছেন।