শহীদ স্বপন চৌধুরীকে মুল্যায়ন করা সময়ের দাবি

265

চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের উদ্যোগে শহীদ মুক্তিযোদ্ধা স্বপন চৌধুরীর ৪৭তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে এক স্মরণ সভা গত ১০ নভেম্বর কদম মোবারক এম.ওয়াই.উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বাবুল কান্তি দাশ। প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা গবেষক, বিশিষ্ট লেখক ডা. মাহফুজুর রহমান। প্রধান আলোচক ছিলেন দক্ষিণ জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক খোরশেদ আলম। সংগঠনের সাধারণ সম্পাদক আসিফ ইকবালের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ বিজয় লক্ষী দেবী, ধর্মতত্ত¡বিদ অধ্যাপক স্বদেশ চক্রবর্তী, মহানগর শ্রমিকলীগের সহ সভাপতি কামাল উদ্দীন, প্রাবন্ধিক ছিদ্দিকুল ইসলাম, উপন্যাসিক দুলাল চৌধুরী, নাট্যজন সজল চৌধুরী, অজিত কুমার শীল, শিক্ষক কমলেশ ধর। শুভেচ্ছা বক্তব্য রাখেন কবি সজল দাশ, এম. নুরুল হুদা চৌধুরী, আবৃত্তি করেন কবি স্বপন বড়ুয়া, সোমা মুৎসুদ্দী, শবনম ফেরদৌসী। এতে আরো উপস্থিত ছিলেন সংগীতশিল্পী রিংকু ভট্টাচার্য, জয়নুদ্দীন জয়, সোহেল তাজ, মোঃ জাফর, মোঃ তিতাস প্রমুখ।
সভায় প্রধান অতিথি তার বক্তব্য বলেন শহীদ মুক্তিযোদ্ধা স্বপন চৌধুরী ছিলেন একজন মহান দেশপ্রেমিক নেতা।য ার নেতৃত্ব গুণ আমাদের সকলকে আকৃষ্ট করত। দেশের জন্য, স্বাধীনতার জন্য সেদিন স্বপন চৌধুরী নিজের জীবন বিসর্জন করে আমাদেরকে চিরঋণী করে গেছেন। যার রক্তের বিনিময়ে আমাদের লাল সবুজের পতাকা আজ চির গৌরবান্বিত। শহীদ মুক্তিযোদ্ধা স্বপন চৌধুরীকে প্রজন্ম ভুলে যেতে বসেছে। শহীদ স্বপন চৌধুরীকে রাষ্ট্রীয় সম্মানিত করা সময়ের জোরালো দাবী। সভার শুরুতে মুক্তিযোদ্ধা স্বপন চৌধুরী ও সদ্য প্রয়াত নিশান সুলতানা, আকলিমা আক্তার আখির আত্মার মাগফেরাত কামনায় ১ মিনিট নিরবতা পালন করা হয়। এছাড়া সভায় জয় বাংলা স্লোগানকে রাষ্ট্রীয় স্লোগান হিসেবে মহামান্য হাইকোর্ট নিদের্শ প্রদান করায় কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি