শহীদ সাইফুদ্দিন খাঁনের মৃত্যুবার্ষিকীর সভা

36

বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি, চট্টগ্রাম জেলার সাবেক সাংগঠনিক সম্পাদক, আপোষহীন বিপ্লবী নেতা শহীদ সাইফুদ্দিন খাঁন (ছগির) এর ৩০তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষ্যে বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি চট্টগ্রাম জেলার উদ্যোগে ১৪ জানুয়ারী ২০১৯ সোমবার বিকাল ৪টায় দোস্ত বিল্ডিং (৩য় তলা) কার্য্যালয়ে এক আলোচনা সভা কৃষক নেতা আব্দুল হাকিম (মদন) এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এনডিএফ, চট্টগ্রাম জেলা সভাপতি এয়ার মোহাম্মদ, সহ-সভাপতি আশরাফ উদ্দিন, সাধারণ সম্পাদক মো. মামুন, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি, পটিয়া উপজেলার নেতা মো. লোকমান হাকিম, মহিউদ্দীন বকুল, কৃষক নেতা নুরুল ইসলাম, জাতীয় ছাত্রদল চট্টগ্রাম জেলার নেতা ইমরান হোসেন ও উম্মে হাফসা নাবিলা প্রমুখ। সভা পরিচালনা করেন- বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির কেন্দ্রীয় সদস্য মো. ইউছুফ।
সভার শুরুতে শহীদ সাইফুদ্দিন খাঁন (ছগির) এর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। সভায় বক্তারা বলেন- সাম্রাজ্যবাদ এর দালাল তৎকালীন স্বৈরাচারী এরশাদ সরকারের লেলিয়ে দেয়া গুন্ডা বাহিনী প্রকাশ্য দিবালোকে গুলি করে সাইফুদ্নিদ খাঁন (ছগির) কে হত্যা করা হয়। আজও হত্যার বিচার হয় নাই। কারণ প্রচলিত রাষ্ট্র-সরকার-সংবিধানের অধীনে ন্যায় বিচার পাওয়া খুব কষ্টসাধ্য। আজ ছগির নাই, ছগির যে লক্ষ্য নিয়ে আন্তরিকভাবে ছাত্র, শ্রমিক-কৃষকসহ জনগণকে ঐক্যবদ্ধ করে যে সংগ্রাম গড়ে তুলে যে শিক্ষা আমাদের দিয়েছেন, সেই পথেই সাম্রাজ্যবাদ-সামন্তবাদ দালাল পুঁজি বিরোধী শ্রমিক-কৃষক-জনগণের রাষ্ট্র সরকার সংবিধান প্রতিষ্ঠায় সংগ্রাম বেগবান করার আহব্বান জানান। তাতেই জনগণের কাঙ্খিত মুক্তি সম্ভব। বিজ্ঞপ্তি