শহীদ রফিককে মরণোত্তর বীরশ্রেষ্ঠ ঘোষণা করুন

116

দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমদ বলেন, অল্প কিছু মানুষ আছে দেশের জন্য শুধু দিয়ে গেছেন, শহীদ রফিক তাদের অন্যতম। শহীদ রফিক একজন সাহসী যোদ্ধা হিসেবে দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন। শহীদ রফিকের সংগ্রাম শুধু মুক্তিযুদ্ধেই সীমাবদ্ধ ছিল না, তিনি দেশের স্বাধীকার আন্দোলন-সংগ্রামে ব্যাপক ভ‚মিকা রেখেছেন। তাঁর আত্মত্যাগ চট্টগ্রামবাসী শ্রদ্ধাভরে স্মরণ রাখবে। তিনি বলেন, শহীদ রফিক দেশের প্রতি অকৃত্রিম ভালবাসা ও গণমানুষের মুক্তির জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন। শহীদ রফিকের আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে তুলে ধরলে, তরুণরা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানবে। তিনি দেশকে কতটুকু ভালবাসতেন নিজের জীবন দিয়ে বুঝিয়ে দিয়েছেন। পাকিস্তানীদের সাথে সম্মুখ যুদ্ধে নিহত শহীদ রফিককে মরণোত্তর বীরশ্রেষ্ঠ ঘোষণা করুন।
শুক্রবার বিকেল ৪টায় মহান মুক্তিযুদ্ধে চট্টগ্রাম সিটি ছাত্রলীগ নেতা, সরকারি কমার্স কলেজের বি.কম শেষ বর্ষের ছাত্র, সিটি কলেজ সম্মুখ রাস্তায় পাকিস্তানী বর্বর সেনাদের সাথে সম্মুখযুদ্ধে নিহত শহীদ এস এম রফিকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মুক্তিযোদ্ধা শহীদ রফিক স্মৃতি পরিষদ আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় শ্রমিক লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক ও শহীদ রফিকের সহযোদ্ধা মুক্তিযোদ্ধা সফর আলী বলেন, শহীদ রফিক সম্মানিত হলে, সকল মুক্তিযোদ্ধা সম্মানিত হয়, বঙ্গবন্ধুর আত্মা সম্মানিত হয়। দেশ-মাতৃকার ভালবাসায় নিজের জাত চিনিয়েছেন শহীদ রফিক।
শহীদ রফিক স্মৃতি পরিষদের সদস্য সচিব ও বোয়ালখালী উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এস এম সেলিমের সভাপতিত্বে ও বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মোহাম্মদ মোকারমের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণসভায় বক্তব্য রাখেন বোয়ালখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নুরুল আলম, শহীদ রফিকের সহযোদ্ধা মুক্তিযোদ্ধা অমল মিত্র, মহানগর আওয়ামী লীগ নেতা মো. ইসহাক, বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন চৌধুরী, চেয়ারম্যান এস এম জসিম উদ্দিন, আওয়ামী লীগ নেতা সফিউল আলম, আবদুর রউফ, বোয়ালখালী পৌরসভা আওয়ামী লীগ আহŸায়ক জহুরুল ইসলাম জহুর, বোয়ালখালী উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, আবুল মোকারম, জমির উদ্দিন, হাজী আবদুল মান্নান রানা, রিদুয়ানুল হক টিপু, সাইফুল ইসলাম, শেখ শহিদুল আলম, মো. ওয়াসিম মুরাদ, দেলোয়ার হাসান, সৈয়দ মো. ইয়াছির, আবু নঈম চৌধুরী, বিশ্বজিৎ বিশ্বাস বাপ্পী, সেকান্দর আলম বাবর, রাজীব চক্রবর্ত্তী, আবদুস সোবহান, বোয়ালখালী উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মিজানুর রহমান সেলিম, সায়েম কবির, দক্ষিণ জেলা ছাত্রলীগ সভাপতি এস এম বোরহান উদ্দিন, বোয়ালখালী উপজেলা ছাত্রলীগ সভাপতি আবদুল মোনাফ, সাধারণ সম্পাদক আরিফুল হাসান রুবেল প্রমুখ। বিজ্ঞপ্তি