শহীদ দিবস ঘিরে নগরীতে কঠোর নিরাপত্তা

36

মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে কেন্দ্রীয় শহীদ মিনারসহ নগরীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। এ সময় ১ হাজার ২০০ পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। দায়িত্ব পালন করছে সিএমপি বিশেষায়িত ইউনিট সোয়াত ও বোম ডিজপোজাল ইউনিট।
গতকাল বুধবার মাতৃভাষা দিবস ও শহীদ দিবসে নিরাপত্তা নিয়ে সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান সিএমপির অতিরিক্ত কমিশনার (প্রশাসন) কুসুম দেওয়ান।
কুসুম দেওয়ান বলেন, ‘বুধবার সন্ধ্যার পর থেকে নগরে পুলিশের বিশেষ অভিযান ও তল্লাশি চলবে। শহীদ মিনারে নিরাপত্তায় ১ হাজার ২০০ পুলিশ সদস্য মোতায়েন থাকবে। সোয়াত ও বোম ডিজপোজাল ইউনিটের সদস্যরা দায়িত্ব পালন করবে। মেটাল ডিটেক্টর নিয়ে দায়িত্বে থাকবে পুলিশ।’
তিনি বলেন, ‘নন্দনকানন, সিনেমা প্যালেসসহ শহীদ মিনারের আশপাশের এলাকায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে।’
শহীদ মিনারে ফুল দিতে আসা জনগণকে ফুল ছাড়া সঙ্গে কিছু না আনার অনুরোধ জানিয়ে কুসুম দেওয়ান বলেন, ‘নিরাপত্তার জন্য আমরা শহীদ মিনার এলাকায় ব্যাগ ও অন্যান্য জিনিসপত্র সঙ্গে না আনার পরামর্শ দিচ্ছি।’
জানা যায়, বুধবার সন্ধ্যার পর থেকে শহীদ মিনার এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়। গড়ে তোলা হয় নিরাপত্তা বেষ্টনি। বৃহস্পতিবারও তা অব্যাহত থাকবে।