শরীর ভালো রাখার জন্য নিয়মিত ক্রীড়া অনুশীলনের বিকল্প নেই

52

চবি কেন্দ্রীয় খেলার মাঠে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ৪র্থ শ্রেণি কর্মচারী ইউনিয়নের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গত ১১ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও ফেস্টুন উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। চবি কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. আবদুল হাই-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নুর আহমদ। সম্মানিত অতিথি ছিলেন চবি শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মোয়াজ্জেম হোসেন। উপাচার্য তার বক্তব্যে বলেন, দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের সর্বোচ্চ বিদ্যাপীঠ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ইউনিয়নের সদস্যবৃন্দ বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। তিনি কর্মচারী ইউনিয়নের ক্রীড়াবিদসহ উপস্থিত সকলকে স্বাগত ও আন্তরিক শুভেচ্ছা জানান। উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয় পরিবারের সকলের নিরলস পরিশ্রমের ফলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এখন দেশের শীর্ষ বিশ^বিদ্যালয়। বিশ্ববিদ্যালয় পরিবারের সকলেই এ গৌরব ও সুনামের অংশীদার। তিনি এ সুনাম-সুখ্যাতি অব্যাহত রাখতে সকলকে দায়িত্বের প্রতি অবিচল থেকে সকল প্রকার অন্যায়, অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতিকে পদদলিত করে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আহবান জানান। উপাচার্য আরও বলেন, শরীর ভালো থাকলে মনও ভালো থাকে এবং কাজেও মন বসে। এজন্য নিয়মিত ক্রীড়া ও শরীর চর্চা অত্যন্ত গুরুত্ব বহন করে। উপাচার্য ক্রীড়াবিদদের ক্রীড়া নৈপুণ্য প্রদর্শনের মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতার শৃংখলা বজায় রাখার আহবান জানান। তিনি এ ক্রীড়া প্রতিযোগিতার সার্বিক সাফল্য কামনা করেন। উদ্বোধন অনুষ্ঠানে জাতীয় সংগীতের সুর ও মুর্চ্ছনায় উপাচার্য জাতীয় পতাকা, রেজিস্ট্রার বিশ্ববিদ্যালয় পতাকা, কর্মচারী ইউনিয়নের সভাপতি ইউনিয়নের পতাকা এবং শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক অলিম্পিক পতাকা উত্তোলন করেন। কর্মচারী ইউনিয়নের ক্রীড়া ও সাংগঠনিক সম্পাদক মো. আব্দুস সালামের নেতৃত্বে ক্রীড়াবিদগণ মার্চপাস্টে অংশগ্রহণ করেন। মশাল হাতে মাঠ প্রদক্ষিণ করেন কর্মচারী ইউনিয়নের কৃতি ক্রীড়াবিদ মাঈনুল ইসলাম। উপাচার্য ক্রীড়াবিদদের শপথ বাক্য পাঠ করান। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন ইউনিয়নের ক্রীড়া ও সাংগঠনিক সম্পাদক মো. আব্দুস সালাম। উদ্বোধন অনুষ্ঠানে চবি হিসাব নিয়ামক (ভারপ্রাপ্ত) ফরিদুল আলম চৌধুরী। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান প্রকৌশলী মো. আবু সাঈদ হোসেন, চীফ মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ আবু তৈয়ব, নিরাপত্তা প্রধান মো. বজল হক প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ ও মো. ওসমান গণি। বিজ্ঞপ্তি