শতাধিক শ্রমিককে আটক করে হোম কোয়ারেন্টিনে

26

 

করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ পরিস্থিতিতে খাগড়াছড়ি জেলায় প্রবেশকালে শতাধিক শ্রমিককে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আটক শ্রমিকদের হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
গতকাল শুক্রবার ভোরে ১০টি মাইক্রোবাসে জেলায় প্রবেশের সময় তাদের আটক করা হয়। খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রশীদ জানান, ভোররাতে খাগড়াছড়ি শহরের বঙ্গবন্ধু স্কোয়ারে ১০টি মাইক্রোবাস তল্লাশি করে এ শ্রমিকদের আটক করা হয়। পরে তাদের হাসাপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। খবর বাংলানিউজের
আটক শ্রমিকরা জানান, তারা ঢাকা, কুমিল্লা ও চট্টগ্রামের বিভিন্ন ইপিজেডে কর্মরত ছিলেন। করোনা ভাইরাস সংক্রমণের (কোভিড-১৯) পরিস্থিতিতে মাইক্রোবাস ভাড়া করে তারা বাড়ি আসছিলেন।
খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডাক্তার পূর্ণ জীবন চাকমা জানান, দেশের বিভিন্ন স্থান থেকে আসা এ শ্রমিকদের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।