শচীনের সেরা একাদশে সাকিব

24

চোখ ধাঁধানো পারফরম্যান্স করে ‘ম্যান অব দ্য টুর্নামেন্ট’ হওয়ার দৌড়ে যারা এগিয়ে ছিলেন, তাদের মধ্যে অন্যতম ছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে, দলকে ফাইনালে তোলা নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনকে টুর্নামেন্ট সেরার পুরস্কার দেওয়া হয়। দুর্দান্ত অলরাউন্ডার পারফর্ম করে সাকিব জায়গা করে নিয়েছেন আইসিসির সেরা একাদশে। এবার জায়গা করে নিয়েছেন সর্বকালের সেরা ব্যাটসম্যান শচীন টেন্ডুলকারের সাজানো বিশ্বকাপের সেরা একাদশে। যেখানে মাস্টার ব্লাস্টার অধিনায়ক করেছেন দ্বাদশ বিশ্বকাপের রানার্সআপ নিউজিল্যান্ডের দলপতি কেন উইলিয়ামসনকে। বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক শচীন তার একাদশে জায়গা দিয়েছেন নিজের দেশের পাঁচজনকে। দ্বিতীয় সর্বোচ্চ তিনজন জায়গা পেয়েছেন চ্যাম্পিয়ন ইংল্যান্ড থেকে। অস্ট্রেলিয়া, বাংলাদেশ আর নিউজিল্যান্ড থেকে একজন করে জায়গা পেয়েছেন শচীনের সাজানো বিশ্বসেরা একাদশে। এই একাদশে থাকা প্রতিটি ক্রিকেটার সেমি ফাইনাল খেললেও সাকিব খেলেননি।
শচীনের বিশ্বসেরা একাদশ : রোহিত শর্মা, জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), কেন উইলিয়ামসন (অধিনায়ক), বিরাট কোহলি, সাকিব আল হাসান, বেন স্টোকস, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, মিচেল স্টার্ক, জাসপ্রিত বুমরাহ এবং জোফরা আর্চার।